মোহনবাগানে মোলিনার সহকারী কারা হচ্ছেন? সবুজ মেরুনের কোচিং স্টাফদের চিনুন

শহরে আসছেন মোহনবাগান (Mohun Bagan) হেডস্যার জোসে মোলিনা (Jose Francisco Molina)। আগামী ২৮ জুলাই, কলকাতায় এসে পৌঁছবেন এই স্প্যানিশ (Spanish) কোচ। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে আসছেন সহকারীরাও।

শহরে আসছেন মোহনবাগান (Mohun Bagan) হেডস্যার জোসে মোলিনা (Jose Francisco Molina)। আগামী ২৮ জুলাই, কলকাতায় এসে পৌঁছবেন এই স্প্যানিশ (Spanish) কোচ। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে আসছেন সহকারীরাও।

সেই দলে আছেন একজন সফল কোচ। যিনি আবার একসময় স্পেন জাতীয় ফুটবল দলের স্পোর্টস ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। তিনি হলেন ইগোর তাসেভেস্কিক। যার যুব ফুটবল জীবনের বেশিরভাগটাই কেটেছে সার্বিয়াতে (Serbia)। কিন্তু খেলোয়াড় এবং কোচিং জীবনের বড় অংশটাই তিনি কাটিয়েছেন স্পেনে।

Latest Videos

এমনকি, লা-লিগার (La-Liga) বিখ্যাত ক্লাব ভিয়ারিয়ালের মতো বেশ কয়েকটি দলের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। সেইসঙ্গে, উয়েফা-প্রো লাইসেন্সও রয়েছে ইগোরের। তাই মোলিনার সঙ্গে সবুজ মেরুনের পরিকল্পনা তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নেবেন তিনি।

অন্যদিকে, দলের গোলকিপার কোচ হিসেবে যোগ দিচ্ছেন ফ্রান্সিসকো হোসে মার্টিনেজ নিওন। তাঁর কোচিং এবং খেলোয়াড়ি জীবনের বেশিরভাগটাই কেটেছে স্পেনে। এদিকে ফিটনেস কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে সার্জিও গার্সিয়া টোরিবাওকে। তিনিও লা-লিগার নামী ক্লাবে কাজ করেছেন।

সেইসঙ্গে, সহকারী কোচের পদে ফের ফেরানো হচ্ছে বাস্তব রায়কে। উল্লেখ্য, ডুরান্ড কাপ থেকেই বাস্তব রায় দলের সঙ্গে যোগ দেবেন এবং কাজ করবেন জোসে মোলিনার সহকারী হিসেবে।

প্রসঙ্গত, বাস্তব রায় সম্প্রতি এএফসি-প্রো লাইসেন্সও পেয়ে গেছেন। মোহনবাগান দলে ডাক্তার হিসেবে থাকবেন নেলসন পিন্টো। দুই ফিজিও অভিনন্দন চট্টোপাধ্যায় এবং কৌশিক ভুঁইয়া। আর টিম ম্যানেজারের দায়িত্ব সামলাবেন অভিষেক ভট্টাচার্য।

আগামী ২৯ জুলাই, অর্থাৎ মোহনবাগান দিবসের (Mohun Bagan Day) দিন সকাল ৯টায় পুরো দল নিয়ে অনুশীলন শুরু করবেন জোসে মোলিনা। সমস্ত ফুটবলাররা তার আগেই শহরে পৌঁছে যাবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury