East Bengal: কলকাতা লিগে মন্ত্রীর ক্লাবের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

Published : Jul 04, 2025, 10:14 PM ISTUpdated : Jul 04, 2025, 10:15 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

Calcutta Football League: কলকাতা ফুটবল লিগে বিদেশি ফুটবলার খেলানো নিষিদ্ধ হয়ে যাওয়ার পর বড় দলগুলির সঙ্গে তথাকথিত ছোট দলগুলির খুব বেশি পার্থক্য নেই। ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) খেলা দেখে বোঝা যাচ্ছে।

East Bengal FC: দক্ষিণ কলকাতায় দুর্গাপুজোর জন্য বিখ্যাত নিউ আলিপুর সুরুচি সংঘ (New Alipore Sangha)। এই ক্লাব রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ক্লাব হিসেবে পরিচিত। সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal FC) শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছে বলে গড়ের মাঠে শোনা যাচ্ছে। শুক্রবার কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2025-26) নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই ক্রীড়ামন্ত্রীর ক্লাবের কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষমুহূর্তে গুইতে ভ্যানলালপেকার (Guite Vanlalpeka) অনবদ্য গোলে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। সুরুচি সঙ্ঘের হয়ে গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা কর্মণ্য বনসল। ৭০ মিনিটে বাবলু ওঁরাও লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জনে খেলতে বাধ্য হয় সুরুচি সংঘ। কিন্তু তারপরেও জয় পেল না ইস্টবেঙ্গল।

৭ গোলে জয়ের পরের ম্যাচেই ড্র!

এবারের কলকাতা ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে মেজারার্স ক্লাবকে (Measurers Club) ৭-১ উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। ফলে শুক্রবার দ্বিতীয় ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধেও সহজ জয় দেখার আশায় নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু তাঁদের হতাশ হতে হল। এদিন দ্বিতীয়ার্ধে সুরুচি সংঘের ফুটবলাররা সুযোগ কাজে লাগাতে পারলে হয়তো তাঁরা জয় পেতে পারতেন। ক্রসবারে লেগে আক্রমণ প্রতিহত হয়। ফলে হার এড়াতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। এই ফুটবল দেখে লাল-হলুদ জনতা হতাশ। গত ম্যাচের নায়ক মনোতোষ মাঝি ও জেসিন টি কে চোটের জন্য শুক্রবার খেলতে পারেননি। কিন্তু বাকিরা তো ছিলেন। তাঁদের মধ্যে দলকে জেতানোর তাগিদ দেখা গেল না।

এই দল নিয়ে ডুরান্ড কাপে খেলবে ইস্টবেঙ্গল!

শুক্রবার নয়াদিল্লিতে (New Delhi) রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhawan) ডুরান্ড কাপ (Durand Cup) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ডুরান্ড কাপে খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু এই দল নিয়ে খেলে কত ভালো ফল হবে, সে বিষয়ে সংশয়ে সদস্য-সমর্থকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?