
Durand Cup 2025 Schedule: আইএসএল-এর (Indian Super League) ৬ দল, সেনাবাহিনীর (Indian Armed forces) কয়েকটি দল, আই লিগের (I League) কয়েকটি দল, ইন্দোনেশিয়ার সেনা দলকে (Indonesian Army) নিয়ে হতে চলেছে এবারের ডুরান্ড কাপ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhawan) ডুরান্ড কাপ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ট্রফি উন্মোচন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা এই অনুষ্ঠানে ছিলেন। রাষ্ট্রপতি বলেন, 'ফুটবল কোটি কোটি মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। এটি কেবল একটি খেলা নয়, এটি একটি আবেগ। ফুটবল কৌশল, সহনশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টার প্রতীক। ডুরান্ড কাপের মতো আয়োজনগুলি খেলার চেতনাকে উৎসাহিত করার পাশাপাশি পরবর্তী প্রজন্মের ফুটবলারদের বিকাশের জন্য একটি মঞ্চ প্রদান করে।' তিনি ডুরান্ড কাপের চেতনাকে বাঁচিয়ে রাখা এবং তাকে উৎসাহিত করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
কলকাতায় ডুরান্ড কাপ আয়োজিত হওয়া থেকে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) একই গ্রুপে রাখা হয়েছিল। তবে এবার কলকাতার দুই প্রধানকে আলাদা গ্রুপে রাখা হয়েছে। ডুরান্ড কাপের আয়োজকদের পক্ষ থেকে এখনও সরকারিভাবে সূচি ঘোষণা করা হয়নি। তবে প্রাথমিকভাবে যে সূচির কথা জানা গিয়েছে তাতে দেখা যাচ্ছে, ২৩ জুলাই শুরু হচ্ছে ড়ুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি (South United FC)। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। গ্রুপ বি-তে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচ খেলবে ৩১ জুলাই। এই ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বিকেল চারটেয় এই ম্যাচ শুরু হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। বাংলার অপর এক দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) প্রথমবার ডুরান্ড কাপে খেলছে। মোহনবাগান সুপার জায়ান্ট, মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে একই গ্রুপে ডায়মন্ড হারবার এফসি।
কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয় ও অসমে হবে ডুরান্ড কাপের ম্যাচ। তবে গত কয়েক বছরের মতো এবারও এই টুর্নামেন্টের ফাইনাল হবে কলকাতায়। ২৩ অগাস্ট ডুরান্ড কাপ ফাইনাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।