ব্রাজিলের ঘরোয়া ফুটবলে মারপিট, গোলমাল নতুন ঘটনা নয়। কিন্তু একজন ফুটবলারকে গুলি করছে পুলিশ, এরকম ভয়ঙ্কর ঘটনা এর আগে দেখা যায়নি।
ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই গণ্ডগোলে জড়িয়ে পড়েছিলেন দু'দলের ফুটবলাররা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে পড়েছিলেন পুলিশকর্মীরা। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার বদলে গোলমাল বাড়িয়ে দিল পুলিশ। এক ফুটবলারার পায়ে রাবার বুলেট চালালেন এক পুলিশকর্মী। গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট ফুটবলার। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। কেন হঠাৎ ওই পুলিশকর্মী গুলি চালিয়ে দিলেন, সেটা স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো সূত্রে জানা গিয়েছে, গ্রেমিও অ্যানাপলিস ও সেন্ট্রো অয়েস্টের ম্যাচে এই মারাত্মক ঘটনা ঘটেছে। এই ম্যাচে ২-১ জয় পায় সেন্ট্রো অয়েস্টে। ম্যাচ শেষ হওয়ার পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু'দলের ফুটবলাররা। গোলমালের মধ্যে হঠাৎ গ্রেমিও অ্যানাপলিসের গোলকিপার র্যামন সুজাকে গুলি করেন এক পুলিশকর্মী। আহত গোলকিপারকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোলকিপারের চিকিৎসা চলছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। সারা বিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
একজন ফুটবলারকে এভাবে গুলি করার ঘটনায় ফুটবল মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই ঘটনার নিন্দা করছেন। গ্রেমিও অ্যানাপলিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্রেমিও অ্যানাপলিস এই ঘটনাকে দুর্ভাগ্যজনক, পরিহাস, বিরক্তিকর আখ্যা দিচ্ছে। বুধবার রাতে জোনাস ডুয়ার্টে স্টেডিয়ামে অ্যাকসেস ডিভিশনের দ্বাদশ রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পর এই ঘটনা ঘটেছে।’
তদন্ত শুরু মিলিটারি পুলিশের
ব্রাজিলের মিলিটারি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশকর্মী আইনভঙ্গ করলে সেই ঘটনা মেনে নেওয়া হয় না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-