
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছেন দুর্দান্ত ফর্মে (cristiano ronaldo al nassr)। সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই গোলের পর গোল আসছে তাঁর পা থেকে। তবে গোল করলেও দলকে ট্রফি জেতাতে পারেননি 'সিআর৭' (al nassr last match highlights)।
এবার সেই ট্রফি খরা কাটাতে মরিয়া হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম এই তারকা। ইতিমধ্যেই রোনাল্ডোর জোড়া গোলে আল আখদৌদকে হারিয়ে দিয়েছে আল নাসের। চলতি মরশুমে টানা ১০টি ম্যাচে জয়লাভ করেছে তারা।
চলতি ২০২৫-২৬ মরশুমে সমস্ত দলই ১০টি করে ম্যাচ খেলেছে। আপাতত আল নাসেরের পয়েন্ট ৩০। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা করিম বেঞ্জেমাদের দল আল হিলালের থেকে মাত্র ৪ পয়েন্ট এগিয়ে আছেন রোনাল্ডোরা।
উল্লেখ্য, শনিবার ম্যাচের শুরু থেকেই গোল করার চেষ্টা চালায় আল নাসের। কিন্তু একাধিক সুযোগ আসলেও গোল আসছিল না। এরপর ৩০ মিনিটের মাথায়, দলকে প্রথম এগিয়ে দেন রোনাল্ডো। জোয়াও ফেলিক্সের কর্নার থেকে হেড করেন অ্যাঞ্জেলো গোমস এবং তারপর ছোট্ট টাচে বলকে জালে জড়িয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এমনকি, প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন ‘সিআর৭'। এক্ষেত্রে মার্সেলো ব্রোজ়োভিচের পাস থেকে গোল করে যান তিনি। ম্যাচের ৬৬ মিনিটে, আবার গোল করেন রোনাল্ডো। কিন্তু তা অফসাইডের জন্য অবশ্য বাতিল হয়ে যায়। যদিও পরে একটি গোল করেন ফেলিক্স।
শেষপর্যন্ত, ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় আল নাসের। এমনিতেই এবার গোটা আল নাসের দল দারুণ ছন্দে রয়েছে। ফলে, সৌদি প্রো লিগ জেতার বড় দাবিদার এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।
দেশ এবং ক্লাব মিলিয়ে ইতিমধ্যেই ৯৫৬টি গোল করে ফেলেছেন ‘সিআর৭'।আর মাত্র ৪৪টি গোল করলেই বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ১০০০ গোলের রেকর্ড গড়বেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।