চূড়ান্ত নিস্পত্তি হল না! আনোয়ার নিয়ে সব পক্ষের বক্তব্য ফের শুনল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি

Published : Aug 23, 2024, 05:18 PM IST
Anwar Ali

সংক্ষিপ্ত

চূড়ান্ত নিস্পত্তি হল না বৃহস্পতিবারও। আনোয়ার আলি (Anwar Ali) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না বৃহস্পতিবারও।

চূড়ান্ত নিস্পত্তি হল না বৃহস্পতিবারও। আনোয়ার আলি (Anwar Ali) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না বৃহস্পতিবারও।

এখনও পুরো বিষয়টি ঝুলে রয়েছে। আনোয়ার ইস‌্যুতে ২২ অগাস্ট প্লেয়ার্স স্ট‌্যাটাস কমিটি (Players Status Committee) সব পক্ষের বক্তব‌্য আরও একবার শুনেছে। তা অবশ্য আগে থেকেই ঠিক ছিল। কিন্তু তারপরেও ফাইনাল ডিসিশন এখনও নেওয়া গেল না।

অনেকেই মনে করছিলেন যে, এদিন হয়ত চূড়ান্ত রায় জানাতে পারে কমিটি। উল্লেখ্য, এদিনের বৈঠকে মোহনবাগান, আনোয়ার আলি, দিল্লী এফসি এবং ইস্টবেঙ্গল, চার পক্ষের বক্তব্যই শোনা হয়। কিন্তু সবকিছু শোনার পরেও, কোনও সিদ্ধান্তই নিতে পারেনি তারা।

আদৌ চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়। অর্থাৎ, নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আনোয়ার আলির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। কিন্তু শেষপর্যন্ত প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি জানিয়ে দেয় যে, আনোয়ার যেখানে চাইবেন, সেখানেই খেলতে পারবেন।

এইজন্য তাঁকে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিতে হবে মোহনবাগানের থেকে। মানে একপ্রকার তারা সবুজ মেরুনকে এনওসি দিতেই নির্দেশ দেয় মোহনবাগানকে। আর সেই সূত্রেই ইস্টবেঙ্গলে সই করেন আনোয়ার।

এরপর ডুরান্ড কাপে তাঁর নাম রেজিস্ট্রেশনও করানো হয়। ফলে, তিনি যে আর মোহনবাগানের হয়ে খেলবেন না, তা তো নিশ্চিত। কিন্তু বিষয়টা অন্য জায়গায়। এদিন মূল বিষয়টি ছিল, মোহনবাগানের সঙ্গে আনোয়ারের চুক্তি ভাঙা নিয়ে কমিটি কী সিদ্ধান্ত নেয়।

তবে এদিন সেই বিষয়ে কিছুই ঘোষণা করা হয়নি। আনোয়ার ইতিমধ্যেই ইস্টবেঙ্গল দলের প্র্যাকটিসেও যোগ দিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও ম‌্যাচেই মাঠে নামেননি তিনি। কারণ, আগের দিন লাজংয়ের বিরুদ্ধে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত আনোয়ারকে দলেই রাখেননি।

তিনি ম্যাচ ফিট না হওয়ার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয়বার কলকাতায় পা রাখছেন মেসি, বরণ করতে তৈরি তিলোত্তমা
Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?