Donnarumma: দোনারুমাকে স্কোয়াডেই রাখল না পিএসজি! এবার কি ম্যান ইউতে সই?

Published : Aug 13, 2025, 12:58 AM IST
Donnarumma: দোনারুমাকে স্কোয়াডেই রাখল না পিএসজি! এবার কি ম্যান ইউতে সই?

সংক্ষিপ্ত

Donnarumma: UEFA সুপার কাপের দল থেকে বাদ দিয়েছে পিএসজি। এমনকি, তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন বলেও জানা যাচ্ছে।

Donnarumma: উয়েফা সুপার কাপের দল থেকে গোলরক্ষক দোনারুমাকে বাদ দিয়েছে পিএসজি। নতুন চুক্তিতে সই করতে আপত্তি জানানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। আগামী ২০২৬ সালে, সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন দোনারুমা। তাই পিএসজি আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল। লুই এনরিকের অধীনে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে লুকাস শেভালিয়ারের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সেরে নিয়েছে ক্লাব। 

তবে পিএসজির সাম্প্রতিক সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দোনারুমা। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলি দোনারুমাকে দলে নেওয়ার চেষ্টা শুরু করেছে বলেও খবর। এমনকি, তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন বলেও জানা যাচ্ছে।

কিংসলি কোমান আল নাসরে

বায়ার্ন মিউনিখের তারকা কিংসলি কোমান সৌদি ক্লাব আল নাসরে যোগ দিতে চলেছেন। ৩০ মিলিয়ন ইউরোর চুক্তিতে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে বলে খবর। তিন বছরের জন্য চুক্তি করতে চাইছে আল নাসর। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি সম্পন্ন হতে পারে। স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ এবং পর্তুগিজ ফরোয়ার্ড জাওয়াও ফেলিক্সের পর, কোমানও এবার আল নাসরে যোগ দিচ্ছেন। সৌদি প্রো লিগ এবং এশিয়ান পর্যায়ে নতুন খেলোয়াড়দের আগমন আদতে ফুটবলেরই উপকার করবে বলে আশা করছে আল নাসর।

গ্রিলিশ এভারটনে

এদিকে আবার ইংরেজ উইঙ্গার জ্যাক গ্রেলিশকে দলে নিয়েছে এভারটন। সিটির এই ফুটবলারকে লোনে নিয়েছে তারা। ২৯ বছর বয়সী গ্রেলিশ এভারটন ম্যানেজার ডেভিড ময়েসের অধীনে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাছাড়া গত মরশুমে সিটিতে খুব একটা সুযোগও পাননি তিনি। মাত্র সাতটি ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন। এছাড়াও ক্লাব বিশ্বকাপ সহ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দল থেকে বাদও পড়েছিলেন। এভারটনে যোগ দিয়ে ফর্ম ফিরে পাওয়াই এই মুহূর্তে জ্যাক গ্রেলিশের প্রধান লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের