ডুরান্ড কাপে আজব নিয়ম, গ্রুপের শীর্ষে থেকেও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

Published : Aug 12, 2025, 11:40 PM ISTUpdated : Aug 12, 2025, 11:44 PM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

Durand Cup 2025: যা ভাবা হয়েছিল ঠিক তাই হয়েছিল। নিয়মের তোয়াক্কা না করেই চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বির (Kolkata Derby) ব্যবস্থা করা হল। ডুরান্ড কমিটির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

DID YOU KNOW ?
মোহনবাগানের সাফল্য
১৭ বার ডুরান্ড কাপ জিতেছে এই টুর্নামেন্টের ইতিহাসে সফলতম ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট।

Kolkata Derby: টুর্নামেন্টের ফর্ম্যাটের বালাই নেই, নিয়মের ব্যাপার নেই। কোনও অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বির ব্যবস্থা করা হল। গ্রুপ এ-র শীর্ষে ছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। সারা বিশ্বের ফুটবল টুর্নামেন্টগুলির নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থাকা দল ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) মুখোমুখি হওয়ার কথা ছিল লাল-হলুদ ব্রিগেডের। কিন্তু গ্রুপ বি-র শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি-র শীর্ষে থাকা জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার এফসি। অন্য কোয়ার্টার ফাইনালে গ্রুপ ডি-র শীর্ষে থাকা বোড়োল্যান্ড এফসি-র (Bodoland FC) বিরুদ্ধে খেলবে গ্রুপ ই-র শীর্ষে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। অন্য কোয়ার্টার ফাইনালে গ্রুপ এফ-এর শীর্ষে থাকা ইন্ডিয়ান নেভি ফুটবল টিমের (Indian Navy Football Team) মুখোমুখি হবে গ্রুপ ই-তে দ্বিতীয় স্থানে থাকা শিলং লাজং এফসি (Shillong Lajong FC)। এই সূচিতে স্পষ্ট, কয়েকটি দল বাড়তি সুবিধা পাচ্ছে। অন্য কোনও টুর্নামেন্টে এই ধরনের অনিয়ম, অনৈতিক কার্যকলাপ দেখা যায় না।

রবিবার কলকাতা ডার্বি

রবিবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি। সন্ধে সাতটায় এই ম্যাচ শুরু হবে। নিজেদের গ্রুপের শীর্ষে থাকা ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হলে কলকাতার দুই প্রধানেরই সেমি-ফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ থাকত। কিন্তু কোনও একটি দল কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যাচ্ছে। ডুরান্ড কমিটি কলকাতা ডার্বি আয়োজন করে আর্থিক লাভের পাশাপাশি প্রচারও করে নিতে চাইছে। কিন্তু কলকাতার দুই প্রধানের সঙ্গেই অন্যায় আচরণ করা হল।

বিশ্বের অন্যতম প্রাচীন টুর্নামেন্টে কেন এই অনিয়ম?

এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপ। কিন্তু এই টুর্নামেন্টেই চরম অনিয়ম দেখা যাচ্ছে। ফুটবলপ্রেমীরা ডুরান্ড কমিটির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮৮৮
১৮৮৮ সালে শুরু হয় বিশ্বের পঞ্চম প্রাচীনতম টুর্নামেন্ট।
১৩৭ বছর আগে শুরু হয় এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপ।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?