Durand Cup 2025: সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট দেখাবে ‘কুকরি শো’, সঙ্গে বাংলার বাউল গান! ডুরান্ডের জমজমাট উদ্বোধন

Published : Jul 21, 2025, 10:12 PM ISTUpdated : Jul 21, 2025, 10:35 PM IST
Durand Cup 2025

সংক্ষিপ্ত

Durand Cup 2025: জমজমাট উদ্বোধন হতে চলেছে ডুরান্ড কাপের। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের ডুরান্ড কাপ।

Durand Cup 2025: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ২৩ জুলাই বুধবার, ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি (east bengal vs south united fc)। 

কার্যত, জমজমাট উদ্বোধন অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের ডুরান্ড কাপ।উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উপস্থিত থাকবেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সেনাবাহিনীর ইস্টার্ন রেজিমেন্ট কমান্ডের কর্তারা (durand cup 2025 fixtures)।

উল্লেখ্য, প্রতিবছরই দুর্দান্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুরান্ড কাপের সূচনা হয়ে থাকে 

এবারেও কিন্তু সেটাই হচ্ছে। বুধবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এবারও হবে ‘ফ্লাইপাস্ট’। অর্থাৎ, সেনাবাহিনীর হেলিকপ্টারের পাইলটরা যুবভারতীর উপর দেখাবেন ‘এয়ার শো’। সেইসঙ্গে, সেনাবাহিনীর একাধিক বিভাগের অফিসাররা নিজেদের মতো করে পারফর্ম করবেন। গোর্খা রেজিমেন্ট পারফর্ম করবে ‘কুকরি শো’ এবং শিখ রেজিমেন্ট দেখাবে ‘ভাংড়া’। 

 

 

পাশাপাশি হবে মার্শাল আর্ট 

পুরো অনুষ্ঠানটি পরিচালিত হবে সেনাবাহিনীর নিজস্ব ব্যান্ডের সংগীতের মাধ্যমে। তাছাড়া বাংলার ইতিহাসও উঠে আসবে উদ্বোধনী অনুষ্ঠানে। অংশ নেবেন ছৌ নৃত্যশিল্পীরা। এমনকি, বাংলার বাউল গানও থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে। আঘধণ্টার এই উদ্বোধনী অনুষ্ঠানের পর, ম্যাচের কিক অফ হবে ৫.৩০ মিনিটে। কলকাতা ছাড়াও বাকি চারটি আয়োজক শহরেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেগুলি হল জামশেদপুর, ইম্ফল, কোকরাঝাড় এবং শিলং। সেই মাঠগুলিতে প্রথম ম্যাচের আগে সেই উদ্বোধনী অনুষ্ঠানগুলি আয়োজিত হবে। 

টিকিটের কী খবর?

ইতিমধ্যেই ডুরান্ড কাপের জন্য টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট পাওয়া যাবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের ক্লাব তাঁবু ছাড়াও যুবভারতীর টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন সমর্থকরা। ওদিকে ডায়মন্ডহারবার এফসি-র ম্যাচের টিকিট পাওয়া যাবে মহামেডান ক্লাবের কাউন্টার থেকে। তবে ম্যাচের দিন যুবভারতীর কাউন্টার কিন্তু বন্ধ থাকবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫.৩০ মিনিট
উদ্বোধনী অনুষ্ঠানের পর, ম্যাচের কিক অফ হবে ৫.৩০ মিনিটে
বুধবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?