Durand Cup 2025: কবে থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ এবং খেলা কোন কোন স্টেডিয়ামে? জানুন বিস্তারিত

Published : May 27, 2025, 12:47 AM ISTUpdated : May 27, 2025, 03:04 AM IST
durand cup 2025

সংক্ষিপ্ত

Durand Cup 2025: আসছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। কবে থেকে শুরু হবে এই মেগা প্রতিযোগিতা?

Durand Cup 2025: এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট হিসেবে পরিচিত ডুরান্ড কাপ এবারও আয়োজিত হতে চলেছে। এই বছর মোট পাঁচটি রাজ্য মিলিয়ে এটি আয়োজিত হবে এবং যার মধ্যে রয়েছে মণিপুরের রাজধানী ইম্ফল। এই বছরের ২২ জুলাই শুরু হবে এই প্রতিযোগিতা এবং চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। 

ইম্ফল ছাড়াও আসামের কোকরাঝাড়, জামশেদপুর এবং মেঘালয়ের শিলং-এও খেলা হবে। আর অবশ্যই থাকছে ভারতীয় ফুটবলের মক্কা তথা কলকাতা। 

শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টটি গত ২০১৯ সালে দিল্লী থেকে কলকাতায় স্থানান্তরিত হয়। এরপর ডুরান্ড কাপে দলের সংখ্যা ১৬ থেকে বেড়ে হয় ২৪। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত দলই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

আর এবার ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ মোট ছ’টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়াম, রাঁচির মোরহাবাদি স্টেডিয়াম, জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, শিলং-এর জওহরলাল নেহরু স্টেডিয়াম এবং কোকরাঝাড়ের সাই স্টেডিয়ামে ম্যাচগুলি হবে।

জানা গেছে, ভারতীয় সেনাবাহিনী এই ঐতিহাসিক টুর্নামেন্টটি এবার উত্তর-পূর্ব ভারতে নিয়ে আসার জন্য একটি বিশেষ পরকল্পনা করেছিল। ফুটবলের প্রচারের লক্ষ্যেই তাদের এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। তবে ডুরান্ড কাপের দিনক্ষণ ঘোষণা  করা হলেও সময়সূচি এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তবে তা খুব তাড়াতাড়ি সামনে আসবে বলে ধারণা ফুটবল মহলের।

অর্থাৎ, চলতি বছরের ২২ জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপ প্রতিযোগিতা এবং চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?