Xabi Alonso Real Madrid: রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি অ্যালোনসো (xabi alonso real madrid coach)। রবিবার, ক্লাবের তরফ থেকে সরকারিভাবে সেই কথা জানিয়ে দেওয়া হল। কার্যত, আগে থেকেই জল্পনা চলছিল। আর এবার প্রত্যাশামতোই রিয়াল মাদ্রিদের নতুন কোচ হলেন জ়াবি অ্যালোনসো (xabi alonso coach)।
জানা গেছে, আগামী ১ জুন থেকে দলের দায়িত্ব নেবেন তিনি। ফলে, রিয়ালের কোচ হিসেবে তাঁর প্রথম চ্যালেঞ্জই হল ক্লাব বিশ্বকাপ।
প্রসঙ্গত, শনিবার রিয়ালের কোচ হিসেবে শেষ ম্যাচ ছিল কার্লো আনসেলোত্তির। তাঁকে ক্লাবের তরফ থেকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। সেইসঙ্গে, এদিন সান্তিয়াগো বের্নাবিউতে শেষ ম্যাচ ছিল লুকাস ভাজকুয়েজ এবং লুকা মদরিচেরও।
আর ঠিক তারপরের দিন, অর্থাৎ রবিবার রিয়াল মাদ্রিদ তাদের নতুন কোচের নাম ঘোষণা করল। জ়াবি আদতে রিয়ালের ঘরের ছেলে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাঁকে কিংবদন্তী এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করেছে রিয়াল মাদ্রিদ।
আর নিজের ক্যারিয়ারে ৬টি ট্রফি জিতেছেন তিনি। তার মধ্যে হল একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ইউরোপা সুপার কাপ, একটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ।
অন্যদিকে, স্পেনের জার্সিতে জ়াবি ১১৩টি ম্যাচে খেলেছেন। তার মধ্যে একটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ইউরো কাপ জিতেছেন। এমনকি, কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি থেকেই উঠে এসেছেন জ়াবি অ্যালোনসো। গত ২০১৮-১৯ মরশুমে রিয়ালের অনূর্ধ্ব-১২ দলের দায়িত্বে ছিলেন তিনি। সেও দলের হয়ে আবার দুটি ট্রফিও জেতেন তিনি।
এদিকে আগামী সোমবার, আনুষ্ঠানিকভাবে তাঁকে সমর্থকদের সামনে এনে পরে সাংবাদিক সম্মেলন করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।