Xabi Alonso Real Madrid: ঘরের ছেলের হাতেই এবার গুরুদায়িত্ব, মাদ্রিদের হেডস্যার জাবি অ্যালোনসো

Published : May 25, 2025, 10:00 PM ISTUpdated : May 25, 2025, 10:53 PM IST
xabi alonso

সংক্ষিপ্ত

Xabi Alonso Real Madrid: আনসেলোত্তি যুগ এখন অতীত। রিয়াল মাদ্রিদে ফিরলেন ঘরের ছেলে (xabi alonso coach)। 

Xabi Alonso Real Madrid: রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি অ্যালোনসো (xabi alonso real madrid coach)। রবিবার, ক্লাবের তরফ থেকে সরকারিভাবে সেই কথা জানিয়ে দেওয়া হল। কার্যত, আগে থেকেই জল্পনা চলছিল। আর এবার প্রত্যাশামতোই রিয়াল মাদ্রিদের নতুন কোচ হলেন জ়াবি অ্যালোনসো (xabi alonso coach)। 

আগামী তিন বছরের জন্য কোচ হিসাবে তাঁকে নিয়োগ করল স্পেনের এই জায়ান্ট ক্লাব 

 

 

অর্থাৎ, আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত, চুক্তি র‍্য্বেছে তাঁর

জানা গেছে, আগামী  ১ জুন থেকে দলের দায়িত্ব নেবেন তিনি। ফলে, রিয়ালের কোচ হিসেবে তাঁর প্রথম চ্যালেঞ্জই হল ক্লাব বিশ্বকাপ।

প্রসঙ্গত, শনিবার রিয়ালের কোচ হিসেবে শেষ ম্যাচ ছিল কার্লো আনসেলোত্তির। তাঁকে ক্লাবের তরফ থেকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। সেইসঙ্গে, এদিন সান্তিয়াগো বের্নাবিউতে শেষ ম্যাচ ছিল লুকাস ভাজকুয়েজ এবং লুকা মদরিচেরও। 

আর ঠিক তারপরের দিন, অর্থাৎ রবিবার রিয়াল মাদ্রিদ তাদের নতুন কোচের নাম ঘোষণা করল। জ়‌াবি আদতে রিয়ালের ঘরের ছেলে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাঁকে কিংবদন্তী এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করেছে রিয়াল মাদ্রিদ। 

 

উল্লেখ্য, রিয়ালের হয়ে গত ২০০৯-২০১৪ মরশুম পর্যন্ত মোট ২৩৬টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি

আর নিজের ক্যারিয়ারে ৬টি ট্রফি জিতেছেন তিনি। তার মধ্যে হল একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ইউরোপা সুপার কাপ, একটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ। 

অন্যদিকে, স্পেনের জার্সিতে জ়াবি ১১৩টি ম্যাচে খেলেছেন। তার মধ্যে একটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ইউরো কাপ জিতেছেন। এমনকি, কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি থেকেই উঠে এসেছেন জ়াবি অ্যালোনসো। গত ২০১৮-১৯ মরশুমে রিয়ালের অনূর্ধ্ব-১২ দলের দায়িত্বে ছিলেন তিনি। সেও দলের হয়ে আবার দুটি ট্রফিও জেতেন তিনি।

এদিকে আগামী সোমবার, আনুষ্ঠানিকভাবে তাঁকে সমর্থকদের সামনে এনে পরে সাংবাদিক সম্মেলন করা হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?