East Bengal CFL 2025: লিগ শুরু হতে না হতেই চোট! খেলতে পারবেন মনতোষ-জেসিন?

Published : Jul 04, 2025, 12:13 PM ISTUpdated : Jul 04, 2025, 12:41 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

East Bengal CFL 2025: মেজারার্স ক্লাবকে সাত গোলে হারিয়ে কলকাতা লিফ অভিযান শুরু করেছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু তারই মাঝে আবার চোট সমস্যা।

East Bengal CFL 2025: কলকাতা লিগ অভিযান বেশ ভালোভাবেই শুরু করেছে ইস্টবেঙ্গল। মেজারার্স ক্লাবকে সাত গোলে হারিয়ে কলকাতা লিফ অভিযান শুরু করেছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু তারই মাঝে আবার চোট সমস্যা।

কিন্তু প্রথম ম্যাচের ফলাফল যাতে দলকে আত্মতুষ্টিতে না ভোগায়, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য লাল হলুদ কোচ বিনো জর্জের। ঠিক সেই কথা মাথায় রেখেই শুক্রবার, নৈহাটিতে সুরুচি সংঘের বিরুদ্ধে খেলতে নামবেন তারা।

প্রথম ম্যাচে একাধিক ফুটবলার গোল পেয়েছেন 

যেটা আখেরে লাল হলুদের জন্য একটা ভালো দিন। কিন্তু দ্বিতীয় ম্যাচে নামার আগে ফরোয়ার্ড লাইন নিয়ে কিছুটা হলেও চাপ আছেন বিনো।  কারণ, গত ম্যাচে শুরু থেকে খেলা মনতোষ মাঝি চোট পেয়েছেন। ফলে, এই ম্যাচে তিনি কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছেন। 

বৃহস্পতিবার, তিনি মাঠে এলেও সাইডলাইনের ধারে বসেছিলেন। অন্যদিকে, জেসিন টিকে এখনও পর্যন্ত পুরো ফিট নন। গোটা ম্যাচে খেলার মতো অবস্থাতেই নেই তিনি। এদিন মাঠে আসলেও সিচুয়েশন প্র্যাকটিসের সময় উপস্থিত ছিলেন না। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুরুচি সংঘের বিরুদ্ধে কি দলে আসবেন সায়ন বন্দ্যোপাধ্যায়? এটাও জল্পনা চলছে। 

সেক্ষেত্রে আবার উইং প্লে-তে শুরু করতে পারেন বিজয় মুর্মু অথবা মহম্মদ রোশাল

ওদিকে আবার নিজেদের প্রথম ম্যাচে কালীঘাট মিলন সংঘকে চার গোলে হারিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছে সুরুচি। সুতরাং, বোঝাই যাচ্ছে যে, বেশ শক্তিশালী দলই গড়েছে তারা। অর্থাৎ, প্রথম ম্যাচ থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে রঞ্জন ভট্টাচার্য দল। 

কিন্তু এই ম্যাচে নামার আগে ফরোয়ার্ড লাইন নিয়ে কিছুটা হলেও চাপ আছে ইস্টবেঙ্গল। কারণ, গত ম্যাচে শুরু থেকে খেলা মনতোষ মাঝি আবার চোটের কবলে। ফলে, এই ম্যাচে তিনি খেলবেন কিনা, কোনও ঠিক নেই। বৃহস্পতিবার, সাইডলাইনের ধারে বসেছিলেন। অন্যদিকে, জেসিন টিকেও এখনও পুরোপুরি ফিট নন। গোটা ম্যাচে খেলার মতো অবস্থাতে নেই তিনি। এমনকি, মাঠে আসলেও সিচুয়েশন প্র্যাকটিসের সময় ছিলেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?