
Jay Gupta: বুধবার জানা গিয়েছিল, এফসি গোয়া (FC Goa) ছেড়ে ইস্টবেঙ্গলে (East Bengal FC) যোগ দিয়েছেন লেফট ব্যাক জয় গুপ্তা। শুক্রবার বিকেলে লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন এই ডিফেন্ডার। এখনও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জয়কে সই করানোর কথা ঘোষণা করা হয়নি। তবে তার আগেই অনুশীলন শুরু করে দিলেন এই ডিফেন্ডার। লাল-হলুদ শিবির সূত্রে জানা গিয়েছে, অনুশীলনে যোগ দেওয়ার আগে জয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই ডিফেন্ডারের চোট নেই। এই কারণেই তাঁকে অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। জয়কে ডুরান্ড কাপের (Durand Cup 2025) জন্য নথিভুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। রবিবার কলকাতা ডার্বি (Kolkata Derby)। এই ম্যাচে জয়কে খেলানো হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
চলতি মরসুমের শুরু থেকেই ইস্টবেঙ্গল দলে সাইড ব্যাক নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। রাইট ব্যাক হিসেবে খেলছেন মহম্মদ রাকিপ। ডুরান্ড কাপে গ্রুপ এ-র শেষ ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলেন প্রভাত লাকড়া। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত পরপর ভুল করে যান এই ডিফেন্ডার। তার আগের ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলেন লালচুংনুঙ্গা। জয় লেফট ব্যাক হিসেবে খেললে লাল-হলুদ ব্রিগেডের রক্ষণের সমস্যা মিটে যেতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্ডার বা রাইট ব্যাক হিসেবে খেলতে পারেন লালচুংনুঙ্গা। জয় সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে পারেন। ফলে তাঁকে বিভিন্ন ভূমিকায় ব্যবহার করতে পারেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)।
এফসি গোয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, জয়কে দলে নেওয়ার জন্য রেকর্ড ট্রান্সফার ফি দিয়েছে ইস্টবেঙ্গল। এর আগে কোনও ভারতীয় ডিফেন্ডারের জন্য এত টাকা ট্রান্সফার ফি পায়নি এফসি গোয়া। ইস্টবেঙ্গল শিবির সূত্রে জানা গিয়েছে, জয়ের জন্য ১.৬০ কোটি টাকা ট্রান্সফার ফি দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।