বারাসাত ইউনাইটেড এফসি-কে ১-০ গোলে হারিয়ে এমএলএ কাপ জিতল ইস্টবেঙ্গল। রবিবার মধ্যমগ্রামের বসুনগর মাঠে ফাইনাল ম্যাচের ৬৬ মিনিটে একমাত্র গোল করেন অমরজিৎ সিং কিয়াম।
মধ্যমগ্রামে এমএলএ কাপ জয় ইস্টবেঙ্গলের | বারাসাত ইউনাইটেড এফসি-কে ১-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল | রবিবার মধ্যমগ্রামের বসুনগর মাঠে হয় এমএলএ কাপ ফাইনাল | ম্যাচের ৬৬ মিনিটে একমাত্র গোল করেন অমরজিৎ সিং কিয়াম | এই ম্যাচ দেখতে গিয়েছিলেন প্রাক্তন ফুটবলাররা | ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও এই ম্যাচ দেখতে গিয়েছিলেন |