East Bengal CFL 2025: ধারে এবং ভারে ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে সেটাই সবাই আশা করেছিল। কিন্তু দেখা গেল; বিষয়টা ঠিক উল্টো। চলতি কলকাটা লিগে কাস্টমেসের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল (east bengal vs customs live score)।
কাস্টমসের বিরুদ্ধে ২-২ ফলাফল নিয়ে খেলা শেষ করল ইস্টবেঙ্গল। ফলে, পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল তাদের। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও, পরের ম্যাচেই আটকে যায় বিনো জর্জের দল (east bengal vs customs result)।
শনিবার, কল্যাণীতে ফের জয়ে ফিরতে চেয়েছিল লাল হলুদ ব্রিগেড। কিন্তু এই ম্যাচের প্রথমার্ধে, ইস্টবেঙ্গলকে অনেকটাই আগোছালো দেখাল। এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট চ্যালেঞ্জের মুখেই পড়ে। যদিও শুরুর দিকে বেশ ভালোই শুরু করে বিনোর ছেলেরা। ম্যাচের ৬ মিনিটেই, গোল পেয়ে যেতে পারতেন আমন সিকে। শুধু তাই নয়, খেলার ১০ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন সঞ্জীব। কিন্তু ম্যাচের ১৮ মিনিটে, পেনাল্টি পায় কাস্টমস।
আর সেই পেনাল্টি থেকে গোল করতে একদমই ভুল করেননি শ্লোক তিওয়ারি। তার কয়েক মুহূর্ত বাদেই কাস্টমসের হয়ে দ্বিতীয় গোলটি করেন সৌরভ সেন। এক্ষেত্রে আলাদা করে রিকি ঘরামির কথা আলোচনায় উঠে আসছে। বিশ্বজিৎ ভট্টাচার্যের তক্তাবধানে এই তরুণ ফুটবলারটি লাল হলুদ রক্ষণভাগের খেলোয়াড়দের রীতিমতো বোকা বানিয়ে ঠিকানা লেখা পাস বাড়ান শ্লোক তিওয়ারির দিকে।
সেখান থেকেই আসে গোল। এরপরেও একাধিক সময়ে কাস্টমস দাপট দেখাতে থাকে। তবে একাধিক সুযোগ আসে ইস্টবেঙ্গলের সামনেও। কিন্তু সেগুলির একটিকেও কাজে লাগাতে পারেনি তারা। দুই গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে কাস্টমস।
ম্যাচের ৫১ এবং ৫৬ মিনিটে, সুযোগ চলে আসে তাদের সামনে। কিন্তু গোল আসছিল না কিছুতেই। শেষপর্যন্ত, ম্যাচের ৬০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা অনন্থু। আক্রমণে উঠে আসেন জেসন টিকে এবং অনবদ্য সেন্টার থেকে হেডে গোল করেননি। তারপর খেলার ৭১ মিনিটে, প্রভাত লাকরার বুদ্ধিদীপ্ত শটে খেলায় সমতা ফেরায় লাল হলুদ ব্রিগেড।
তবে তারপরেও দুই দলের কাছে একাধিক সুযোগ আসে। কিন্তু ম্যাচে আর কোনও গোল হয়নি। এই ড্রয়ের ফলে ইস্টবেঙ্গল পয়েন্ট দাঁড়াল ৫ এবং এবং কাস্টমসের পয়েন্ট ৮।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।