Mohun Bagan Super Giant: কালীঘাটের বিরুদ্ধে ৪-০ জয়, কলকাতা লিগে ঘুরে দাঁড়াল মোহনবাগান

Published : Jul 03, 2025, 08:09 PM ISTUpdated : Jul 03, 2025, 08:11 PM IST
Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

Calcutta Football League: গতবার কলকাতা ফুটবল লিগে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এবারের লিগের শুরুটাও ভালোভাবে করতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল দল।

Mohun Bagan Super Giant vs Kalighat Sports Lovers: হার দিয়ে এবারের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বৃহস্পতিবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে লক্ষ্মীলাভ হল সবুজ-মেরুন ব্রিগেডের। পুলিশের বিরুদ্ধে ০-১ হারের পর কালীঘাট স্পোর্টস লাভার্সকে ৪-০ উড়িয়ে দিল ডেগি কার্ডোজোর দল। প্রথম ম্যাচে অগোছালো পারফরম্যান্সের পর সমর্থকদের কাছ থেকে কটূবাক্য শুনতে হয়েছিল। তবে বৃহস্পতিবার জয়ধ্বনির মধ্যে দিয়ে মাঠ ছাড়লেন সবুজ-মেরুন জার্সিধারীরা। বিশেষ করে কলকাতা লিগে দলের অধিনায়ক সন্দীপ মালিককে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি ছিল। অসাধারণ পারফরম্যান্স দেখালেন মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক। তিনি আরও ভালো পারফরম্যান্স দেখিয়ে সিনিয়র দলে জায়গা করে নিতে চাইছেন।

অসামান্য গোল সন্দীপের

প্রথম ম্যাচে হারের পর এদিন জয় পেতে মরিয়া ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন শুরু থেকেই সবুজ-মেরুন ব্রিগেডের দাপট ছিল। ২১ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সন্দীপ। সবুজ-মেরুন অধিনায়ক বিপক্ষ দলের তিনজনকে অনায়াসে ড্রিবল করার পর গোল করেন সন্দীপ। ২৯ মিনিটে ব্যবধান বাড়ে। সালাউদ্দিনের সেন্টার বিপদমুক্ত করতে যান কালীঘাটের গোলকিপার। সেই বল তাঁর সতীর্থ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হয়। ৫০ মিনিটে সন্দীপের সেন্টার থেকে সাইড ভলিতে গোল করেন পাসাং দোর্জি ৷ ৭১ মিনিটে চতুর্থ গোল করেন আদিল আবদুল্লা। 

ডুরান্ড কাপে খেলবে সবুজ-মেরুনের সিনিয়র দল

ঠিক ২০ দিন পর শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2025)। মোহনবাগান সুপার জায়ান্ট বিশ্বের অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টে খেলবে। তবে সিনিয়র দল এখনও অনুশীলন শুরু করেনি। ফলে কলকাতা লিগে যে দল খেলছে, সেই দলই ডুরান্ড কাপে খেলতে পারে। এতে স্পষ্ট, এবারের ডুরান্ড কাপকে গুরুত্ব দিচ্ছে না সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?