East Bengal: 'অবিচার হচ্ছে, চাই প্রতিকার!' এবার ক্রীড়ামন্ত্রকের দ্বারস্থ হচ্ছে ইস্টবেঙ্গল?

Published : Jan 14, 2025, 07:00 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

ঙ্গলবার, এই বিষয়কে সামনে রেখে একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেয় ইস্টবেঙ্গল। 

মাঠে হারলেও, মাঠের বাইরে লড়াই জারি রাখল ইস্টবেঙ্গল। এবার আরও বড় পদক্ষেপ নিল ক্লাব।

ইস্টবেঙ্গলের প্রতি টানা অবিচার চলছে, এই অভিযোগ তুলে এবার ক্রীড়ামন্ত্রকে নালিশ জানাতে চলেছে লাল হলুদ। মঙ্গলবার, এই বিষয়কে সামনে রেখে একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেয় ইস্টবেঙ্গল। সেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা রূপক সাহা, সৈকত গঙ্গোপাধ্যায় এবং দেবব্রত সরকার।

তাদের কথায়, “আইএসএল একটি বেসরকারি ফুটবল লিগ। তাই এই প্রাইভেট কোম্পানি দ্বারা পরিচালিত দেশের শীর্ষস্থানীয় লিগটি শুধুমাত্র ধনী এবং ক্ষমতাশীল বন্ধুদেরই সুযোগ সুবিধা প্রদান করে চলেছে। হয়ত আইএসএল কর্তৃপক্ষের মাথায় রয়েছে সেই ওয়ান সিটি ওয়ান টিম পরিকল্পনা। সেইজন্যই হয়ত ইস্টবেঙ্গলের প্রতি এইরকম অবিচার চলছে।”

তাই এবার ফেডারেশন বা আইএসএল কর্তৃপক্ষ নয়, সরাসরি দেশের ক্রীড়ামন্ত্রকের কাছে নালিশ জানাতে চলেছে ইস্টবেঙ্গল। লাগাতার ডার্বি হারের পর, এবার তারা স্পোর্টস মিনিস্ট্রির দরবারে।

এমনিতে গুয়াহাটিতে ডার্বি হারার পর থেকেই নিয়মিত রেফারিকে দোষারোপ করে চলেছে ইস্টবেঙ্গল। ম্যাচের পরেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানান, “আপুইয়ার হাত দিয়ে বল আটকানোটা তো নিশ্চিত পেনাল্টি। মোহনবাগান ক্রমাগত সুবিধা পেয়েই যাচ্ছে। তাছাড়া সৌভিক কিছুতেই আজ দুটো হলুদ কার্ড দেখে না। রেফারি লাল কার্ড দেখিয়ে একদম ঠিক করেননি।”

অন্যদিকে, রাগে ফুঁসতে শুরু করেন সমর্থকরাও। আর এবার সাংবাদিক সম্মেলন করে ইস্টবেঙ্গল কর্তারা জানিয়ে দিলেন, “অবিচার হচ্ছে ইস্টবেঙ্গলের প্রতি। তাই এবার চাই প্রতিকার।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?