রবিবার বড়দিন, তার আগে শনিবার সকালে মকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে গেলেন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন ও ফুটবলাররা। লাল-হলুদ তারকারা হাসপাতালে একটি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করেন।
রবিবার বড়দিন, তার আগে শনিবার সকালে মকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে গেলেন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন ও ফুটবলাররা। তাঁরা ওই হাসপাতালে গিয়ে শিশু ও বয়স্কদের সঙ্গে সময় কাটালেন। লাল-হলুদ তারকারা হাসপাতালে একটি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করেন। গাছের চারাও পোঁতেন ফুটবলাররা। তাঁদের প্রত্যেকের নামে একটি করে গাছ বসানো হল। এদিন সকাল ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছয় ইস্টবেঙ্গল দল। তাঁদের লাল গোলাপ ও সান্তাক্লজ টুপি দিয়ে অভ্যর্থনা জানান হাসপাতালের কর্মীরা। এরপর রোগীদের সঙ্গে দেখা করেন লাল-হলুদ কোচ, ফুটবলাররা। ইস্টবেঙ্গলের ফুটবলারদের সাক্ষাৎ পেয়ে খুশি হন রোগীরা। কেক কাটেন লাল-হলুদ কোচ। ইস্টবেঙ্গল দলের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে শিশু, বয়স্ক রোগীদের সঙ্গে কথা বলেন, তাঁদের হাতে সান্তাক্লজ টুপি, খেলনা ও উপহার তুলে দেন ফুটবলাররা। তাঁরা রোগীদের সঙ্গে ছবিও তোলেন