East Bengal Day 2025: জমজমাট ইস্টবেঙ্গল দিবসের সেলিব্রেশন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেন তারকার মেলা

Published : Aug 02, 2025, 06:52 PM IST
East Bengal Day 2025

সংক্ষিপ্ত

East Bengal Day 2025: নিঃসন্দেহে জমজমাট এক অনুষ্ঠান। যেন সত্যিই তারকার মেলা। 

East Bengal Day 2025: ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শুক্রবার, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্বদের সম্মান জানানো হল লাল হলুদের তরফ থেকে (east bengal day celebration)।

এদিন অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন মনোময় ভট্টাচার্য I এরপর ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন I মঞ্চে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সম্মানিত করা হয় (east bengal foundation day) I     

তারপরেই শুরুহয়ে যায় বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান 

স্বপন বল মেমোরিয়াল 'সমর্থক’ সম্মানে সম্মানিত করা হয় শ্রী ননীগোপাল বণিক এবং শ্রী মন্টু সাহাকে। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল 'রেফারি' সম্মানে ভূষিত হন শ্রী করুণা চক্রবর্তী। প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল 'রেফারি' সম্মানে সম্মানিত করা হয় শ্রী কার্তিক ইন্দুকে। আন্তর্জাতিক মাস্টার শ্রী আরণ্যক ঘোষকে তাঁর অসাধারণ প্রতিভার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মান জানালো ইস্টবেঙ্গল। অন্যদিকে, অজয় বোস মেমোরিয়াল 'সাংবাদিক' সম্মানে সম্মানিত করা হল ডাঃ পল্লব বসু মল্লিককে। পুষ্পেন সরকার মেমোরিয়াল 'আলোকচিত্রী' সম্মানে সম্মানিত হলেন উৎপল সরকার।

‘প্রদীপ কুমার ব্যানার্জি’ মেমোরিয়াল সম্মানে সম্মানিত করা হলো কোচ সঞ্জয় সেনকে। 

এছাড়া ‘প্রদীপ কুমার ব্যানার্জি’ মেমোরিয়াল সম্মানে সম্মানিত করা হল অ্যান্টনি আন্দ্রেউসকে। ভারতের মহিলা ফুটবল লিগ এবং কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলকে এদিনের অনুষ্ঠানে মঞ্চে বিশেষ সম্মান জানানো হয়।

‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হল ইস্টবেঙ্গল ক্লাব এবং ভারতীয় মহিলা ফুটবল দলের ফুটবলার সঙ্গীতা বাসফোড়কে। 'ভারত গৌরব' সম্মানে সম্মানিত করা হল প্রাক্তন ভারতীয় হকি দলের অধিনায়ক তথা পদ্মভূষণ পি.আর শ্রীজেশকে। 

গোপাল বোস মেমোরিয়াল 'বছরের সেরা ক্রিকেটার' সম্মানে ভূষিত হলেন কনিষ্ক শেঠ। অপরদিকে, এই জমজমাট সন্ধ্যায় ১৯৭৫ সালের সেই ৫ গোলের ম্যাচটি নিয়ে একটি বিশেষ তথ্যচিত প্রদর্শিত হয় এবং দলের ফুটবলারদেরকে নিয়ে একটি টক শো অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন তরুণ বসু, শ্যাম থাপা, সমরেশ চৌধুরী, গৌতম সরকার এবং রঞ্জিত মুখার্জী। সেই টক শো-এর পর, প্রত্যেককে সম্মান জানানো হয়।

ইস্টবেঙ্গল ক্লাবের রিজার্ভ দলকেও এদিন মঞ্চে সম্মান জানানো হয়

ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল 'জীবনকৃতি সম্মানে সম্মানিত' করা হল প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ মিত্রকে। তবে সত্যজিৎ মিত্র এই মুহূর্তে চিকিৎসার কারণে দেশের বাইরে থাকায়, তাঁর হয়ে সম্মান গ্রহণ করেন প্রাক্তন খেলোয়াড় অশোক চন্দ। ব্যোমকেশ বোস মেমোরিয়াল 'জীবনকৃতি সম্মানে সম্মানিত' করা হয় প্রাক্তন অধিনায়ক মিহির বসুকে। বনোয়ারীলাল রায় মেমোরিয়াল 'বছরের সেরা ফুটবলার' সম্মানে সম্মানিত করা হয় শৌভিক চক্রবর্তীকে। বনোয়ারীলাল রায় মেমোরিয়াল 'বছরের সেরা মহিলা ফুটবলার' সম্মান পেলেন সৌম্যা গুগুলথ। 

জীবন চক্রবর্তী মেমোরিয়াল 'বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের' সম্মানে সম্মানিত করা হলেন পি.ভি.বিষ্ণু। এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দলকেও মঞ্চে সম্মান জানানো হয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?