শনিবার কলকাতা ডার্বি জিততে সমর্থকদের পাশে চাইছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এক, দুই, তিন বা চার বছর আগে কী হয়েছে সেটা দিয়ে একটি দলকে বিচার করা যায় না।
শনিবার কলকাতা ডার্বি জিততে সমর্থকদের পাশে চাইছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এক, দুই, তিন বা চার বছর আগে কী হয়েছে সেটা দিয়ে একটি দলকে বিচার করা যায় না। সময় বদলে গিয়েছে, দলেও বদল এসেছে। এটিকে মোহনবাগানের প্রথম একাদশ আর ইস্টবেঙ্গলের প্রথম একাদশের তুলনা করা যাবে না। আমি জানি আমাদের দল গত ৪ মরসুম ধরে ডার্বি জিততে পারেনি। তবে আমাদের দল আত্মবিশ্বাসী। গত তিন-চারটি ম্যাচে ছেলেরা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ডার্বিতে আশা করি গ্যালারিতে দর্শকরা থাকবেন। তাঁরাই এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন।’