East Bengal: আইএসএল-এ ইস্টবেঙ্গলের ভরসা, মরসুম শুরুর আগেই জীবনের নতুন অধ্যায়ে হিজাজি মাহের

নতুন মরসুমের জন্য কলকাতায় আসার আগে বিয়ে সেরে নিলেন ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হিজাজি মাহের। গত মরসুমের আইএসএল-এ ভালো পারফরম্যান্স দেখান জর্ডনের জাতীয় দলের এই ডিফেন্ডার। তাঁর সঙ্গে নতুন করে ২ বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল।

Soumya Gangully | Published : Jul 6, 2024 7:24 PM IST
19
ইস্টবেঙ্গলের সতীর্থরা যখন কলকাতায় প্রাক-মরসুম প্রস্তুতিতে ব্যস্ত, তখন বিয়ে সেরে নিলেন হিজাজি মাহের

নতুন মরসুমের জন্য এক এক করে কলকাতায় আসছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরের আসতে দেরি হচ্ছে। কারণ, তিনি বিয়ে করেছেন।

29
বিয়ের জন্য হিজাজি মাহেরকে অভিনন্দন জানাচ্ছেন ইস্টবেঙ্গলের সতীর্থরা

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন হিজাজি মাহের। ইস্টবেঙ্গলের সতীর্থ নিশু কুমার-সহ অনেকেই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।

39
জীবনের নতুন অধ্যায়ের জন্য হিজাজি মাহেরকে অভিনন্দন জানাচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা

ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছেন হিজাজি মাহের। তাঁর বিয়ের ছবি দেখে জীবনের নতুন পর্যায়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

49
জর্ডনের রাজধানী আম্মানের সম্ভ্রান্ত পরিবারের ছেলে হিজাজি মাহের সালেহ আবু সইদ

হিজাজি মাহেরের বয়স এখন ২৬ বছর। ২০ সেপ্টেম্বর তিনি ২৭ বছর পূর্ণ করবেন। তার আগেই বিয়ে সেরে নিলেন এই ফুটবলার।

59
সোশ্যাল মিডিয়া পোস্টে স্ত্রীর ছবি শেয়ার করেননি হিজাজি মাহের, তাঁর স্ত্রীর নামও জানা যায়নি

জর্ডনের সমাজ অত্যন্ত রক্ষণশীল। বিয়ের সময় পুরুষ ও মহিলারা এক জায়গায় থাকেন না। এই কারণেই হয়তো সোশ্যাল মিডিয়া পোস্টে স্ত্রীর ছবি শেয়ার করেননি হিজাজি মাহের।

69
ইস্টবেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হিজাজি মাহেরকে অভিনন্দন জানানো হয়েছে

ইস্টবেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হিজাজি মাহের ও তাঁর স্ত্রীকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।

79
বিয়ের পর নতুন মরসুমে আরও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে হিজাজি মাহের

গত মরসুমে ইস্টবেঙ্গলের রক্ষণকে ভরসা দিয়েছিলেন হিজাজি মাহের। নতুন মরসুমে আরও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে এই ডিফেন্ডার।

89
বিয়ের পর হিজাজি মাহেরের কলকাতায় এসে দলে যোগ দেওয়ার অপেক্ষায় ইস্টবেঙ্গল শিবির

ইস্টেবঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। তিনি প্রাক-মরসুম অনুশীলনও শুরু করে দিয়েছেন। হিজাজি মাহেরের কলকাতায় আসার অপেক্ষায় দল।

99
বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান সেরে নেওয়ার পর যত দ্রুত সম্ভব কলকাতায় আসার চেষ্টায় হিজাজি মাহের

পেশাদার ফুটবলার হিসেবে প্রাক-মরসুম অনুশীলনের গুরুত্ব জানেন হিজাজি মাহের। এই কারণে দ্রুত দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos