
নতুন মরসুমের জন্য এখনও সরকারিভাবে ইস্টবেঙ্গল দল ঘোষণা করা হয়নি। তবে গত মরসুমে যাঁরা দলে ছিলেন, তাঁদের মধ্যে থেকে কয়েকজনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইমামি ইস্টবেঙ্গল এফসি মন্দার রাও দেশাই, ফেলিসিও ব্রাউন ফোর্বস, ভিক্টর ভাজকুয়েজ, আলেকজান্ডার প্যান্টিচ ও অজয় ছেত্রীকে ধন্যবাদ জানাতে চায়। গত মরসুমে তাঁরা ক্লাবকে যে পরিষেবা দিয়েছেন, তার জন্য তাঁদের ধন্যবাদ জানানো হচ্ছে। আমরা তাঁদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’ যে ফুটবলারদের ছেড়ে দেওয়া হল, তাঁদের পরিবর্তে কাদের নেওয়া হচ্ছে, সে বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে কয়েকদিনের মধ্যেই নতুন মরসুমের দল ঘোষণা করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
নতুন মরসুমে লাল-হলুদের লেফট ব্যাক কে?
গত মরসুমে ইস্টবেঙ্গলের লেফট ব্যাক হিসেবে খেলেন মন্দার। তবে সব ম্যাচে তিনি খেলার সুযোগ পাননি। মন্দারের পরিবর্তে বেশ কয়েকটি ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলেন নিশু কুমার। নতুন মরসুমেও ইস্টবেঙ্গলে আছেন নিশু। তিনি লেফট ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক হিসেবেও খেলেন। তবে মন্দারকে ছেড়ে দেওয়ার পর লেফট ব্যাক হিসেবে কাকে নেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। আলেকজান্ডারের পরিবর্তে এখনও নতুন কোনও বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডারের নাম ঘোষণা করা হয়নি। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসেকে ফেরানো হতে পারে বলে শোনা যাচ্ছে।
মাঝমাঠ-আক্রমণ শক্তিশালী করার লক্ষ্যে ইস্টবেঙ্গল
গত মরসুমের শেষদিকে ফেলিসিও, ভিক্টরকে দলে নেয় ইস্টবেঙ্গল। তাঁরা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এর ফল ভুগতে হয় লাল-হলুদ শিবিরকে। খারাপ পারফরম্যান্সের জন্যই ফেলিসিও, ভিক্টরকে ছেড়ে দেওয়া হল। অজয় গত মরসুমের শেষ কলকাতা ডার্বিতে গোল করলেও, সারা মরসুমে খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি। তাঁকেও ছেড়ে দেওয়া হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দলবদলের বাজারে বড় চমক, দিমিত্রি দিয়ামান্তাকোসকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল
East Bengal: প্রিয় দলের জন্য আবেগ-ভালোবাসা, ট্রেনের মেঝেতে শুয়ে ভুবনেশ্বরে ইস্টবেঙ্গল সমর্থকরা
East Bengal: বিশেষভাবে সক্ষম সমর্থকের সঙ্গে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন ইস্টবেঙ্গল দলের