- Home
- Sports
- Football
- East Bengal: বিশেষভাবে সক্ষম সমর্থকের সঙ্গে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন ইস্টবেঙ্গল দলের
East Bengal: বিশেষভাবে সক্ষম সমর্থকের সঙ্গে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন ইস্টবেঙ্গল দলের
- FB
- TW
- Linkdin
বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষম এক সমর্থকের সঙ্গে দেখা করলেন ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলাররা
সমর্থকদের জন্যই ১০০ বছর পেরিয়েও স্বমহিমায় ভারতীয় ফুটবলে অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার সেই সমর্থকদের ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে লাল-হলুদ।
রবিবার ইস্টবেঙ্গলের অনুশীলনে আমন্ত্রণ জানানো হয় বিশেষভাবে সক্ষম এক সমর্থককে
ইস্টবেঙ্গলের অনুশীলনে প্রতিদিনই হাজির হন অনেক সমর্থক। তবে রবিবার ছিলেন এক অতিথি। আমন্ত্রণ জানানো হয়েছিল বিশেষভাবে সক্ষম এক সমর্থককে। তাঁর সঙ্গে কথা বললেন কোচ, ফুটবলাররা।
প্রায় সাড়ে ৩ দশক ধরে ইস্টবেঙ্গলের খেলা দেখছেন বিশেষভাবে সক্ষম এই সমর্থক
গণেশ দাস নামে এই সমর্থকের বাড়ি বাঘাযতীনে। তিনি ১৯৯০ সাল থেকে নিয়মিত ইস্টবেঙ্গলের খেলা দেখছেন, দলের জন্য গলা ফাটাচ্ছেন। এত বছর পর ক্লাব থেকে স্বীকৃতি পেলেন।
প্রিয় দলের কোচ, ফুটবলারদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আপ্লুত এই সমর্থক
লাল-হলুদ জার্সি পরে যাঁরা খেলেন, তাঁরা সমর্থকদের কাছে নায়ক। তাঁদের সঙ্গে আলাপচারিতার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশেষভাবে সক্ষম এই সমর্থক।
সোমবার আইএসএল-এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধেও প্রিয় দলের জন্য গলা ফাটাতে তৈরি গণেশ দাস
সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এই ম্যাচেও প্রিয় দলের জয় কামনা করছেন গণেশ দাস।