East Bengal: আইএসএল-এর মাঝেই লাল-হলুদ শিবিরে জর্ডনের ডিফেন্ডার, এলসে পরিবর্তে মাঠে নামছে কে?

ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামতে চলেছেন কে? আইএসএল শুরুর আগেই সেই চিন্তা থেকে মুক্ত হল লাল-হলুদ ক্লাব।

আইএসএল থেকে ছিটকে গেলেন জর্ডান এলসে। ডুরান্ড কাপে চোট পাওয়ার কারণেই আইএসএল-এ লাল-হলুদের হয়ে খেলবেন না এলসে। তবে তার বদলে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামতে চলেছেন কে? আইএসএল শুরুর আগেই সেই চিন্তা থেকে মুক্ত হল লাল-হলুদ ক্লাব। মরশুমের শুরুতেই ডিফেন্ডার পেয়ে গেল ক্লাব। এলসের বদলে আইএসএলের মাঠে নামতে চলেছে হিজাজি মাহে। বৃহস্পতিবারই হিজাজি মাহের লাল-হলুদ ক্লাবে যোগ দেওয়ার কথা ঘোষণা করে ইস্টবেঙ্গল।

জর্ডান এর আগে প্রিমিয়ার লিগে আল হুসেন এসসি-র হয়ে খেলেছেন। লোনে ইরাক প্রিমিয়ার লিগের ক্লাবে জাখো এসসি-তেও খেলেছেন তাঁরা। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার দু'বার এফএ কাপ এবং একটি জর্ডান সুপার কাপ জিতেছেন। গত মরশুমে ২৯টু ম্যাচে ৫টি গোল রয়েছে জর্ডানের।

Latest Videos

প্রসঙ্গত, আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। ম্যাচের বেশিরভাগ সময় প্রাধান্য নিয়ে খেলেও গোল করতে পারল না ইস্টবেঙ্গল। হেভিয়ের সিভেরিও এদিন হ্যাটট্রিক করতে পারতেন। কিন্তু তিনি একের পর এক সুযোগ নষ্ট করলেন। তার ফলেই ঘরের মাঠে নতুন মরসুমের প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। এদিন ইস্টবেঙ্গলের আক্রমণে ভেদশক্তির অভাব বারবার প্রকট হয়ে গেল। রক্ষণ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। অনভ্যস্ত সেন্টার ব্যাক পজিশনেও ভালো পারফরম্যান্স দেখালেন ইস্টবেঙ্গলের অধিনায়ক হরমনজ্যোত খাবরা। স্প্যানিশ ডিফেন্ডার হোসে অ্যান্টনিও পার্দো লুকাসও দলকে ভরসা দিলেন। মন্দার রাও দেশাও, নিশু কুমার বারবার ওভারল্যাপে উঠে আক্রমণে সাহায্য করছিলেন। লাল-হলুদের মিডফিল্ডও এদিন ভালো পারফরম্যান্স দেখিয়েছে। নাওরমে মহেশ সিং, নন্দকুমার শেখর, সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, বোরহা হেরেরা বারবার জামশেদপুরের রক্ষণকে চাপে ফেলে দিচ্ছিলেন। কিন্তু ফুটবলে যেটা আসল, সেই গোলটাই হল না।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury