Asian Games 2023: এশিয়ান গেমসের পঞ্চম দিন পুরুষদের ফুটবলে ভারত-সৌদি আরব লড়াই, আসতে পারে জোড়া সোনা

এবারের এশিয়ান গেমসে চতুর্থ দিনের শেষে পদক তালিকায় ৭ নম্বরে ভারত। বৃহস্পতিবার সোনা জিততে পারলে পদক তালিকায় কিছুটা উন্নতি হবে।

ভাঙাচোরা দল নিয়ে গিয়েও এবারের এশিয়ান গেমসে নকআউটে পৌঁছে গিয়েছে ভারতের পুরুষদের দল। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। সৌদি আরবের বিরুদ্ধে ভারতের রেকর্ড একেবারেই ভালো নয়। পশ্চিম এশিয়ার দলগুলির বিরুদ্ধে খুব একটা লড়াই করতে পারে না ভারত। তার উপর কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় সৌদি আরব। এখন সৌদি প্রো লিগে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমা, নেইমার জুনিয়র-সহ বিশ্ব ফুটবলের অনেক তারকাই। ফলে সৌদি আরবের ফুটবল নিয়ে সারা বিশ্বে আগ্রহ তৈরি হয়েছে। ফলে ভারতের লড়াই অত্যন্ত কঠিন। তবে প্রধান কোচ ইগর স্টিম্যাচ লড়াই করার জন্যই দলকে তৈরি করছেন।

বুধবার এশিয়ান গেমসের চতুর্থ দিন ৮টি পদক পেয়েছে ভারত। তার মধ্যে ৭টি পদকই এসেছে শ্যুটিং থেকে। দিনের শেষে ৫টি সোনা, ৭টি রুপো ও ১০টি ব্রোঞ্জ নিয়ে ৭ নম্বরে ভারত। টেনিসে পুরুষদের ডাবলসে পদক নিশ্চিত হয়ে গিয়েছে। চিনা জুটি ইবিং উ ও ঝিজেন ঝ্যাংকে হারিয়ে দিয়েছেন সাকেত মিনেনি ও রামকুমার রামনাথন। এবারের এশিয়ান গেমসে টেনিস থেকে প্রথম পদক নিশ্চিত করল ভারত। গত ২ দশকে অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে ভারত সবচেয়ে বেশি পদক পেয়েছে শ্যুটিং থেকে। এবারের কমনওয়েলথ গেমসেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় শ্যুটাররা। বুধবার সাফল্য এল পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ও স্কিটে। বৃহস্পতিবার শ্যুটিংয়ে জোড়া সোনা আসতে পারে। 

Latest Videos

বৃহস্পতিবার উশুতেও সোনা জিততে পারে ভারত। বুধবার মহিলাদের ৬০ কেজি স্যান্ডো উশুর সেমি-ফাইনালে ভিয়েতনামের থি থু থুই এনগিউগেনের বিরুদ্ধে জয় পান নাওরেম। বৃহস্পতিবার ফাইনালে তিনি লড়াই করবেন চিনের উ জিয়াওউইয়ের বিরুদ্ধে। সেমি-ফাইনালে ইরানের শাহরবানো সেমিরমিকে ২-০ হারিয়ে দিয়েছেন জিয়াওউই।

বৃহস্পতিবার পদক জয়ের লক্ষ্যে লড়াই শুরু করছেন পিভি সিন্ধু, অস্মিতা চালিহা, অনুপমা উপাধ্যায়, মালবিকা বাঁশোড। মঙ্গোলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। জয়ের লক্ষ্যেই খেলতে নামছেন সিন্ধুরা।

বৃহস্পতিবার জিমন্যাস্টিকসে ভল্ট ইভেন্টের ফাইনালে লড়াই করবেন বাংলার মেয়ে প্রণতি নায়েক। ভালো পারফরম্যান্স দেখাতে পারলে পদক পেতে পারেন প্রণতি। ঝাড়গ্রামের এই জিমন্যাস্ট ২০১৯ সালে মঙ্গোলিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান। এরপর ২০২২ সালে দোহায় এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ পান প্রণতি। এবার এশিয়ান গেমসেও পদক জেতার লক্ষ্যে এই জিমন্যাস্ট।

আরও পড়ুন-

Asian Games 2023: উশু ফাইনালে রোশিবিনা দেবী নাওরেম, রুপো নিশ্চিত ভারতের

Asian Games 2023: হকিতে ১৩-০ গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে এশিয়াডে অভিযান শুরু করল ভারতের মেয়েরা

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury