East Bengal: কলকাতা লিগে পরাজয় ইস্টবেঙ্গলের। মোহনবাগানকে হারানোর পর লাল হলুদ ব্রিগেড ৬ গোল দিয়েছিল বেহালা এসএস-কে। কিন্তু তারপরের ম্যাচেই বেকায়দায় পড়ল বিনো জর্জের ছেলেরা।
তবে রবিবার, সেই আত্মবিশ্বাস ভাঙল। ব্যারাকপুর স্টেডিয়ামে, পুলিশ এসি-র বিরুদ্ধে ম্যাচে হারতে হল ইস্টবেঙ্গলকে। কার্যত, ২-০ গোলে পরাজিত হয়ে কলকাতা লিগে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া লাল হলুদ ব্রিগেডের।
উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতা লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে পুলিশ এসি। চলতি বছরের ঘরোয়া লিগে মোহনবাগানকেও হারিয়ে দিয়েছে তারা। সেই ম্যাচে একমাত্র গোলটি এসেছিল মহম্মদ আমিল নঈমের পা থেকে। এদিনও তিনি যথেষ্ট ভালো খেললেন। ম্যাচের ১১ মিনিটে, পেনাল্টি থেকে তাঁর গোলেই এগিয়ে যায় পুলিশ এসি। এরপর একাধিক সুযোগ আসে দুটি দলের কাছে। তবে সেগুলিকে কাজে লাগাতে পারেনি তারা।
স্বাভাবিকভাবেই ম্যাচে ফিরতে হলে, দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে দুটো গোল দিতেই হত। কিন্তু উল্টে তারা আরও একটি গোল খেয়ে বসে। প্রতিপক্ষ দলে থাকা কলকাতা ময়দানের অভিজ্ঞ ফুটবলার ফয়জাল আলি, সুরজিৎ শীল এবং উইলিয়ামরা অনবদ্য ফুটবল উপহার দেন এই ম্যাচে। বলা চলে, তারাই রুখে দেন ইস্টবেঙ্গলকে।
ম্যাচের ৭৫ মিনিটে, দ্বিতীয় গোলটি খায় ইস্টবেঙ্গল। পুলিশ এসিকে এগিয়ে দেন মৃন্ময় মহাপাত্র। তবে এরপরেও ম্যাচে ফেরার চেষ্টা চালাতে থাকে ইস্টবেঙ্গল। তবে তাতে লাভ কিছু হয়নি। এই ধরনের ম্যাচে, লিড পেয়ে গেলে সবাই ডিফেন্সের দিকে নজর দেবে! এটাই স্বাভাবিক। এদিন তাই হল। পুলিশের রক্ষণভাগের ফুটবলাররা অনবদ্য সার্ভিস দিলেন। শেষপর্যন্ত, পুলিশ এসির বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।