East Bengal: মাত্র চার মাসের মধ্যেই হিরোশির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লাল হলুদ, আইএসএল-এর আগেই বড় ঘোষণা

Published : Jan 15, 2026, 11:57 PM ISTUpdated : Jan 16, 2026, 01:06 AM IST
Hiroshi Ibusuki

সংক্ষিপ্ত

East Bengal: বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এই কথা ঘোষণা করেছে তারা। এরপর সেই কথা সোশ্যাল মিডিয়াতেও সেই কথা জানিয়েছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। 

East Bengal: আইএসএল-এর আগেই বড় ঘোষণা ইস্টবেঙ্গলের (east bengal news today)। মাত্র চার মাসের মধ্যেই মোহভঙ্গ লাল হলুদের। ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল (east bengal hiroshi)। 

হিরোশির সঙ্গে চুক্তি ছিন্ন করল লাল হলুদ

বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এই কথা ঘোষণা করেছে তারা। এরপর সেই কথা সোশ্যাল মিডিয়াতেও সেই কথা জানিয়েছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে, জাপানি এই স্ট্রাইকারকে সই করায় ইস্টবেঙ্গল। 

সেই সময়, তাঁর সঙ্গে এক বছরের চুক্তি হয়। কিন্তু লাল হলুদ ব্রিগেডের হয়ে খুব একটা ভালো খেলতে পারেননি হিরোশি। আর সেই কারণেই, মাত্র চার মাস পরেই তাঁকে ছাঁটাইয়ের আওতায় পড়তে হল।

বৃহস্পতিবার রাতে, সোশ্যাল মিডিয়াতে হিরোশির দুটি ছবি পোস্ট করে ইস্টবেঙ্গল। তারপর তারা লেখে, “হিরোশির সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। আমাদের ক্লাবে খেলার সময়, পেশাদারিত্বের জন্য তাঁকে ধন্যবাদ। হিরোশির উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।”

তবে এই খবরটা যে আসতে পারে, তার একটা আন্দাজ কয়েকদিন আগেই পাওয়া গেছিল। কারণ, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানযাত্রার একটি ছবি পোস্ট করেন হিরোশি। এরপরেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। অনেক ইস্টবেঙ্গল সমর্থকই দাবি করেন যে, হিরোশি আসলে নিজের দেশে ফিরে গেছেন। সেটিই সত্যি হিসেবে প্রমাণিত হল। এবার সেই কথাই সরকারি বিবৃতি দিয়ে জানাল দিল লাল হলুদ ব্রিগেড।

আইএসএল শুরুর আগেই হিরোশিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার এ লিগের ফুটবল দল ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে ইস্টবেঙ্গলে যোগ দেন জাপানি তারকা হিরোশি। কলকাতার ক্লাবে যোগ দেওয়ার আগে অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে ১২০টি গোল রয়েছে তাঁর নামের পাশে। মূলত, জাপানের কাশিওয়া রিসোল থেকে ফুটবলজীবন শুরু করেন হিরোশি। 

এরপর সেখান থেকে স্পেনের ক্লাব জিরোনা এফসি-তে যোগ দেন তিনি। রিয়েল জারাগোজা বি এবং সিই সাবাদেলের হয়ে লোনেও খেলেন তিনি। তারপর ২০১১ সালে, হিরোশি যোগ দেন সেভিয়া ফুটবল ক্লাবে। প্রথমে তিনি রিজ়ার্ভ দলের হয়ে খেলেন। 

এরপর রিয়েল বেটিসের বিরুদ্ধে ডার্বিতে অভিষেক হয় এই বিদেশি ফুটবলারের। বেলজিয়ামের ইউবেন এবং ভ্যালেন্সিয়া রিজ়ার্ভ দলের হয়েও খেলেছেন হিরোশি। এরপর ২০১৪ সালে, জাপানে আবার ফিরে এসে আলবিরেক্স নিগাতা, ইউনাইটেড চিবা এবং শোনান বেলামরের মতো বেশ কিছু বিখ্যাত ক্লাবের হয়েও খেলেছেন এই তারকা ফুটবলার।

এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা। তার আগেই হিরোশিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। এবার দেখার বিষয় এটাই যে, নতুন কোন ফুটবলার আসেন লাল হলুদে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ISL 2026: আইএসএল-এর নয়া মডেলকে স্বীকৃতি দিল এএফসি, স্বস্তি ফেডারেশনের
আইএসএল শুরুর দিন ঘোষণা হলেও ভরসা নেই, কেরালা ব্লাস্টার্স ছাড়লেন আরও এক বিদেশি