
Kerala Blasters FC: ঠিক এক মাস পর শুরু হচ্ছে আইএসএল (Indian Super League 2026)। কিন্তু এই লিগের প্রস্তুতির মধ্যেই কেরালা ব্লাস্টার্স ছাড়লেন আরও এক বিদেশি ফুটবলার। বুধবার আইএএসএল-এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, দল ছেড়েছেন স্প্যানিশ (Spanish) সেন্টার-ব্যাক হুয়ান রডরিগেজ (Juan Rodriguez)। দু'পক্ষের সম্মতিতেই এই ডিফেন্ডার দল ছেড়েছেন বলে জানানো হয়েছে। এই নিয়ে গত দুই সপ্তাহে তিন বিদেশি ফুটবলার কেরালা ব্লাস্টার্স ছাড়লেন। ফলে আইএসএল-এর প্রস্তুতি ব্যাহত হচ্ছে। লিগ নিয়ে অনিশ্চয়তার জেরে দলের যাবতীয় কার্যকলাপ বন্ধ রাখার কথা জানিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এরপর ক্রীড়ামন্ত্রকের দৌত্যে আইএসএল-এ যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানালেও, শক্তিশালী দল গড়তে পারবে কি না, সে বিষয়ে সংশয়ে কেরালা ব্লাস্টার্স শিবির।
কেরালা ব্লাস্টার্স ছাড়ার পর নিজের দেশ স্পেনে ফিরে যাচ্ছেন রডরিগেজ। তিনি স্প্যানিশ ফুটবল লিগের তৃতীয় স্তর প্রিমেরা ফেডারেসিয়নের (Primera Federacion) ক্লাব মারবেলা এফসি-তে যোগ দিচ্ছেন। ভারতে অল্পদিনই থাকলেন এই ফুটবলার। গত অক্টোবরে স্পেনের ক্লাব ডেপোর্টিভো লুগো (Club Deportivo Lugo) থেকে কেরালা ব্লাস্টার্সে যোগ দেন তিনি। এরপর সুপার কাপে (AIFF Super Cup 2025) তিন ম্যাচে খেলেন এই ডিফেন্ডার। কিন্তু তাঁর আর আইএসএল-এ খেলা হল না। লিগ শুরু হওয়ার আগেই ভারত ছাড়লেন তিনি।
রডরিগেগেজের কেরালা ব্লাস্টার্স ছাড়া ভারতীয় ফুটবলের পক্ষে লজ্জার। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) দাবি করেছেন, আগামী ২১ বছরের জন্য আইএসএল ও আই লিগের (I-League) রোডম্যাপ তৈরি করা হয়েছে। লা লিগা (LaLiga), ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League), বুন্দেশলিগার (Bundesliga) ধাঁচে হবে আইএসএল ও আই লিগ। কিন্তু একজন ফুটবলারের ভারত ছেড়ে স্পেনের তৃতীয় ডিভিশনের লিগে যোগ দেওয়া আইএসএল-এর মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।