শহরে চলে এলেন অস্কার ব্রুজো! ডার্বিতে কি ডাগ আউটে বসছেন তিনি? জানুন শেষ মুহূর্তের আপডেট

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু কলকাতা ডার্বি (Kolkata Derby)। 

Subhankar Das | Published : Oct 19, 2024 3:27 PM / Updated: Oct 19 2024, 05:50 PM IST
110
শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে ম্যাচ শুরু

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে, হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। 

210
বড় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী দুই দলই

চলতি আইএসএল (ISL) মরশুমে মেগা ডার্বি। 

310
তবে অনেকটাই চাপে আছে ইস্টবেঙ্গল (East Bengal)

পরপর চার ম্যাচে পরাজিত লাল হলুদ ব্রিগেড। 

410
ফলে, বিদায় নিতে হয় কার্লোস কুয়াদ্রাতকে (Carles Cuadrat)

পদত্যাগ করেন ইস্টবেঙ্গল কোচ। 

510
আর এরপরেই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট (Team Management) নড়েচড়ে বসে

নিযুক্ত করা হয় অস্কার ব্রুজোকে (Oscar Bruzon)। 

610
ভিসা সমস্যা মিটে যাওয়াতে ইতিমধ্যেই শহরে পা রেখেছেন লাল হলুদের নতুন কোচ (Coach)

শনিবার, ভোর ৩টে ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে (Airport) এসে পৌঁছন তিনি। 

710
ফুল দিয়ে এবং লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানানো হয়

উপস্থিত ছিলেন দলের কর্মকর্তারা। 

810
দলের ফুটবলারদের সঙ্গে হেড কোচ দেখা করবেন বিকেলে

যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে তাঁর সরাসরি দেখা করার কথা রয়েছে।

910
তবে ডার্বিতে কি ডাগ আউটে থাকছেন অস্কার ব্রুজো?

নয়া কোচকে যাতে চেয়ারে বসানো সম্ভব হয়, তাই ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এএফসি-র কাছে আবেদন জানিয়েছে ইস্টবেঙ্গল। এবার এফসি আবেদন মঞ্জুর করলে কোচের চেয়ারে বসতে পারবেন এই স্প্যানিশ হেডস্যার। 

1010
যদি তা না হয়, তাহলে?

সেক্ষেত্রে গ্যালারিতেই থাকতে হবে ইস্টবেঙ্গলের নতুন কোচকে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos