ISL Kolkata Derby: উইং-প্লে কে হাতিয়ার করতে চাইছে মোহনবাগান, হিসেব পাল্টাতে মরিয়া ইস্টবেঙ্গল

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan)।

Subhankar Das | Published : Oct 19, 2024 6:23 AM IST
110
চলতি ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) প্রথমবারের জন্য মুখোমুখি হতে চলেছে দুই দল

এই ম্যাচে নামার আগে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে মোহনবাগান (Mohun Bagan)।

210
কারণ, শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে তারা

সাদকালো ব্রিগেডকে ৩-০ গোলে পরাজিত করে ডার্বিতে খেলতে নামছে বাগান শিবির।

310
অপরদিকে বেজায় চাপে আছে লাল হলুদ ব্রিগেড

কারণ, পরপর চার ম্যাচে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)।

410
কিন্তু এই ম্যাচে তিন পয়েন্ট পেতে মরিয়া তারা

ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ (Bino George) বলছেন, “ছেলেরা জয়ের জন্যই ঝাঁপাবে।”

510
ওদিকে মোহনবাগান কোচ জোসে মোলিনাও (Jose Molina) যথেষ্ট আত্মবিশ্বাসী

তাঁর কথায়, “ডার্বিতে কেউ ফেভারিট নয়। কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে, আমরা এগিয়ে আছি, তাহলে বুঝতে হবে আমরা ভালো খেলছি। আর সেই আত্মবিশ্বাসটাই আমরা ধরে রাখতে চাই।”

610
কলকাতা ডার্বি ঘিরে প্রস্তুতি তুঙ্গে মোহনবাগানের

ম্যাচের আগেরদিন চূড়ান্ত অনুশীলনে ব্যস্ত ছিল গোটা দল।

710
উইং-প্লে তে বেশি জোর দিয়েছেন মোলিনা

বাজিমাৎ-এর আশায় বাগান শিবির।

810
প্র্যাকটিসে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও

তারাও চুটিয়ে অনুশীলন করেছে।

910
ডার্বিকেই ফিরে আসার মঞ্চ বানাচ্ছে লাল হলুদ

এই ম্যাচে পাখির চোখ ইস্টবেঙ্গলের। 

1010
সবমিলিয়ে, মেগা ডার্বির আগে পারদ চড়ছে ক্রমশই

বাকি উত্তর দেবে যুবভারতী।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos