East Bengal: একটু অনুশীলন করেই তিনি সাইডলাইনের ধারে! চেন্নাই ম্যাচের আগে চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গলের

আর এখানেই শুরু হয়ে গেছে জল্পনা।

প্রথম জয় এসে গেছে। কিন্তু ইস্টবেঙ্গল (East Bengal) পরিবারে তৈরি হয়েছে নয়া এক উদ্বেগ।

কী সেই নতুন সমস্যা? আসলে ভুটানে এএফসি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করার পর, আইএসএল-এও (ISL) নিজেদের প্রথম জয় পেয়ে গেছে লাল হলুদ ব্রিগেড। নর্থইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে নামার আগে কিছুটা চাপে পড়ে গেছে দল।

Latest Videos

সোমবার থেকে ফের অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু দলের সঙ্গে বেশিক্ষণ অনুশীলন (Practice) করতে দেখা যায়নি সল ক্রেসপোকে (Saul Crespo)। সপ্তাহের প্রথম দিন কিছুটা অনুশীলন করেই মাঠ থেকে উঠে যান এই তারকা মিডফিল্ডারা।

আর এখানেই শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে ক্রেসপোর চোট রয়েছে? আর যদি তা হয়ে থাকে, তাহলে তা কতটা গুরুতর? তবে সমস্যা শুধু ক্রেসপোকে নিয়ে নয়। চোট রয়েছে মাদিহ তালালেরও। তাই অনেকটা বেশি সময় সাইডলাইনের ধারে কাটান ক্রেসপো।

যদিও সোমবারই এমআরআই করা হয় তাঁর। তাতে গুরুতর কিছু পাওয়া না গেলেও, অনুশীলনের সময় অস্বস্তি হওয়ার জেরে হালকা অনুশীলন সেরেই সাইডলাইনের ধারে চলে যান তিনি। যদিও বেশ জোরালো অনুশীলন করেন তালাল, সঙ্গে ছিলেন দিমিত্রি দিয়ামান্তাকোস। কিন্তু ক্রেসপোর চোট চিন্তা বাড়িয়ে দিয়েছে টিম ম্যানেমেন্টের। অবশ্য এই তারকা মিডফিল্ডার নিজে যথেষ্ট আশাবাদী যে, তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন।

আসলে ইস্টবেঙ্গল এমন একটা জায়গায় এখন রয়েছে, সেখান থেকে পরপর জয় প্রয়োজন। নাহলে লিগ জয়ের লড়াই থেকে ক্রমশই পিছিয়ে পড়বে তারা। সেই জায়গায় দাঁড়িয়ে, অস্কার ব্রুজোরা ফোকাস করছেন পরের ম্যাচগুলি থেকে ৩ পয়েন্ট তোলা। কিন্তু ক্রেসপোর চোট কিছুটা হলেও সমস্যা তৈরি করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! BSF দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম' | Malda News
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram