East Bengal Transfer Update: ট্রফি খরা কবে কাটবে? সমর্থকদের হতাশা কবে শেষ হবে? ইস্টবেঙ্গলের (East Bengal) অন্দরে উঁকি মারলেই এইসব প্রশ্ন ঘুরপাক খায়। যদিও মেয়েরা জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবার। কিন্তু বাকি পুরোটাই ব্যর্থতায় ঢাকা! তাই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া গোটা দল। আর ঠিক সেই আবহে দাঁড়িয়েই শোনা যাচ্ছে, দলে আসতে পারেন এক নতুন রক্ষণভাগের খেলোয়াড়।
আইএসএল (ISL) এবং ডুরান্ড কাপে (Durand Cup) ব্যর্থ ইস্টবেঙ্গল। গত মরশুমে একদমই ভালো খেলতে পারেনি তারা। তারই মাঝে কোচ বদল এবং তারপর নতুন কোচ অস্কার ব্রুজোর আগমন। এএফসি-তে কিছুটা ভালো খেললেও পরে সেই ব্যর্থতার ঢেউ! সমর্থকরা যেন ক্লান্ত। একের পর এক ডার্বিতে পরাজয়। আর ঠিক উল্টোদিকে সাফল্যের ধারা অব্যাহ্ত মোহনবাগানের (Mohun Bagan)। আইএসএল শিল্ডের পর আইএসএল ট্রফিও তাদের দখলে।
কিন্তু লাল হলুদ ব্রিগেড কবে ঘুরে দাঁড়াবে? সেই প্রশ্নই ঘুরছে সমর্থকদের মনে। আর ঠিক কয়েকদিন পর থেকেই শুরু সুপার কাপ (Super Cup)। এদিকে আবার তার আগেই নববর্ষের দিন, ক্লেইটন সিলভাকে নিয়ে অস্বস্তিতে ক্লাব। বাকবিতণ্ডা চলছেই অনুশীলনে। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, দলে নতুন এক ফুটবলারের অন্তর্ভুক্তির কথা শোনা যাচ্ছে।
তাঁর নাম তেকচাম অভিষেক সিং (Tekcham Abhishek Singh)। গত মরশুমে পাঞ্জাব এফসির (Punjab FC) হয়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন এই তরুণ ডিফেন্ডার (Defender)। তাছাড়া ২০ বছর বয়সী এই ফুটবলারটির ঝুলিতে রয়েছে ২টি ক্লিনশিট, ৪৭টি ইন্টারসেপশন এবং ১৪১টি রিকভারি। শুধু তাই নয়, বিপক্ষের থেকে জিতে নিয়েছেন ৩৩টি ট্যাকল এবং দলের জন্য তৈরি করেছেন ৮টি সুযোগ (East Bengal transfer rumours)।
উল্লেখ্য, অভিষেক সিং-এর নামের পাশে রয়েছে ১টি ব্লকিং, ৫১টি ক্লিয়ারেন্স এবং সতীর্থদের দিকে বাড়িয়েছেন ৫১৭টি সফল পাস। নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে যে, তরুণ এবং এই প্রতিভাবান ফুটবলারটি যদি ইস্টবেঙ্গলে সই করেন, তাহলে তা দলের শক্তি অনেকটাই বৃদ্ধি করতে পারে। এমনকি, কয়েকদিন আগেই জাতীয় দলের জার্সিতেও তিনি মাঠে নামেন। সূত্রের খবর, তাঁকে দলে নেওয়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, তিনি আগামী মরশুমের (Upcoming Football Season) জন্য ইস্টবেঙ্গলে (EB) সই করতে পারেন (East Bengal transfer updates)।
সূত্র মারফৎ এও জানা যাচ্ছে যে, তিনি লাল হলুদ কর্তাদের পছন্দের তালিকাতেই রয়েছেন। তাই তাঁকে সই করানোর বিষয়ে যথেষ্ট আশাবাদী তারা। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। কথাবার্তা চলছে। এদিকে মঙ্গলবার, নববর্ষের সকালে বেশ ধুমধাম করেই বারপুজো হু ইস্টবেঙ্গল ক্লাবে। আর অন্যদিকে চলল অনুশীলন। উপস্থিত ছিলেন ফুটবলাররাও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।