দল গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড
বলা চলে, আসন্ন মরশুমের জন্য দল গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্সের পর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়। কিন্তু আগামী মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল (east bengal player transfer)।
কোন নতুন ফুটবলারকে দলে নিতে চাইছেন তারা (east bengal player transfer news)? চলুন দেখে নেওয়া যাক।
610
ফুটবলারটির নাম হল আশুতোষ মেহতা (Ashutosh Mehta)
গত মরশুমে তিনি খেলেন জামশেদপুর এফসি-র (JFC) হয়ে।
710
তবে ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর বিরাট অভিজ্ঞতা রয়েছে
কারণ, এর আগে তিনি মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেডের মতো ক্লাবের হয়েও খেলেছেন। সূত্রের খবর, ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই রাইট-ব্যাকটিকে দলে নিতে রীতিমতো ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, কথাবার্তাও অনেকদূর এগিয়ে গেছে (ashutosh mehta east bengal)।
810
উল্লেখ্য, গত মরশুমে জামেশদপুর জার্সিতে তিনি মোট ১৪টি ম্যাচে মাঠে নামেন
আশুতোষের নামের পাশে রয়েছে ১২টি ইন্টারসেপশন, ২টি ক্লিনশিট, ৫টি ব্লকিং এবং ৩৪টি রিকভারি (east bengal new player)।
910
সতীর্থদের দিকে বাড়িয়েছেন ১২০টি সফল পাস
শুধু তাই নয়, বিপক্ষের থেকে জিতে নিয়েছেন ২৩টি ট্যাকল। সেইসঙ্গে, সতীর্থদের দিকে বাড়িয়েছেন ১২০টি সফল পাস এবং ৫টি গোলের সুযোগও তৈরি করেছেন আশুতোষ মেহতা। অন্যদিকে, তাঁর নামের পাশে রয়েছে ৩০টি ক্লিয়ারেন্স (east bengal ashutosh mehta)।
1010
সবথেকে বড় বিষয়, তিনি রাইট উইং পজিশনেও খেলতে পারেন
সূত্র মারফৎ জানা যাচ্ছে, এহেন অভিজ্ঞতা সম্পন্ন আশুতোষ মেহতাই এবার লাল হলুদে সই করতে পারেন। তবে শেষপর্যন্ত, তিনি ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে নামবেন কিনা, সেই উত্তর দেবে সময় (east bengal player transfer)।