East Bengal News: ক্রীড়াক্ষেত্রে অভিনব এক উদ্যোগ লাল হলুদের। এবার পথচলা শুরু করল তাদের নতুন স্বপ্ন। 

East Bengal News: ভারতীয় ক্রীড়াজগতে অন্যতম একটি বড় নাম ইস্টবেঙ্গল (East Bengal)। এবার ক্রীড়াক্ষেত্রে অভিনব এক উদ্যোগ নিল লাল হলুদ ব্রিগেড। পথচলা শুরু করল তাদের নতুন স্বপ্ন। শুক্রবার, মধ্য কলকাতার এক বেসরকারি পাঁচতারা হোটেলে উদ্বোধন হয়ে গেল ‘ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স'-এর। নিঃসন্দেহে বলা চলে এক অভিনব উদ্যোগ। 

কী বলছে ইস্টবেঙ্গল?

‘ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স'-এর প্রধান লক্ষ্য হল নতুন প্রতিভার অন্বেষণ। প্রাথমিকভাবে ফুটবল এবং ক্রিকেটের মধ্য দিয়ে শুরু হলেও, পরবর্তীকালে অ্যাথলেটিক্স এবং অন্যান্য খেলাধুলোকেও এই প্রোজেক্টের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের। শ্রেণীবিভেদ ভুলে গিয়ে, অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, সকলের ঘরের সন্তানরাই শামিল হতে পারবেন এই কর্মযজ্ঞতে। 

Scroll to load tweet…

মাত্র ৫ বছর বয়স থেকেই পুরুষ এবং মহিলা বিভাগে অ্যাডমিশন নেওয়া যাবে। আক্ষরিক অর্থে বলতে গেলে, গোটা রাজ্য এবং দেশজুড়ে তাদের এই কর্মসূচিকে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে ক্লাবের। আসলে ক্রীড়াক্ষেত্রে উন্নতিই হল তাদের প্রধান লক্ষ্য। সেইসঙ্গে, ভালো মানের তথা উপযুক্ত খেলোয়াড় তৈরি করা এবং তাদের জন্য একটি মঞ্চ প্রস্তুত করে দেওয়ার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। তাছাড়া এই মঞ্চ থেকে এদিন একাধিকবার খেলার মাধ্যমে একটি সুস্থ এবং সামাজিক পরিবেশ তৈরির কথা বারবার উঠে এল। ফলে, সেটিও এই উদ্যোগের একটি বড় অংশ। 

পরিকল্পনা এবং লক্ষ্য

ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য, জেলা এবং স্কুল-কলেজ এই বিষয়টির ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। আসলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর পাশে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। এমনকি, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। সেইসঙ্গে, শিক্ষার্থী ফুটবলারদের পড়াশোনার জন্যও থাকছে অতিরিক্ত নজরদারি। দক্ষ কোচেদের সঙ্গেই মানসিক স্বাস্থ্যের বিকাশের দিকটিও প্রশস্ত করার জন্য থাকবেন দুর্দান্ত সব মেন্টররা। বলা চলে, এটি ইস্টবেঙ্গল ক্লাবের একটি পাইলট প্রোজেক্ট। এদিন একটি প্রতিবেদন দেখানো হয়। সেখানে অনেক অভিভাবককে বলতে শোনা যায় যে, তারা তাদের ছেলে-মেয়েদের স্বপ্ন সফল করতে ইস্টবেঙ্গল ক্লাবে ভর্তি করেছেন। অনেকে তো এও বলেন, লাল হলুদের হয়ে আমার ছেলেটা বা মেয়েটা খেলবে, এতো অত্যন্ত গর্বের বিষয়।

স্কিল ডেভেলপমেন্ট ছাড়াও একজন প্রকৃত একজন মানুষ গড়ে তোলার লক্ষ্যে এবার অভিনব উদ্যোগ নিল ইস্টবেঙ্গল ক্লাব 

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন মহিলা ক্রিকেটার তথা ইস্টবেঙ্গল কর্মসমিতির অন্যতম সদস্য ঝুলন গোস্বামী, রাজ্যের ক্রীড়া এবং যুবকল্যাণ দফতরের মন্ত্রী অরুপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি এম এল লোহিয়া, ক্লাব সচিব রুপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, অন্যতম কর্তা দেবব্রত সরকার, ডাঃ প্রণব দাশগুপ্ত, কল্যাণ মজুমদার, প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, আলভিটো ডি কুনহা, রহিম নবি, সৌমিক দে, প্রশান্ত ব্যানার্জি, ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, সুমিত মুখার্জি সহ আরও অনেকে। এছাড়া প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। 

সেইসঙ্গে, ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ, থাংবোই সিংটো, সিনিয়র দলের ফুটবলার দেবজিৎ মজুমদার, শৌভিক চক্রবর্তী, মহামেডান এবং আইএফএ কর্তারাও উপস্থিত ছিলেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।