East Bengal Transfer Update: বিপক্ষকে রুখে দেবেন একাই! ইস্টবেঙ্গলে আসছেন নয়া বিদেশি? বিরাট আপডেট

Published : Apr 28, 2025, 05:54 PM ISTUpdated : Apr 29, 2025, 02:02 AM IST
East Bengal

সংক্ষিপ্ত

East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলের (East Bengal) হাল ফেরাতে বদ্ধপরিকর টিম ম্যানেজমেন্ট। 

East Bengal Transfer Update: নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে? তা নিয়েই এখন সন্দিহান লাল হলুদ সমর্থকরা। 

অন্তত শেষ কয়েক বছরের যা পারফর‍ম্যান্স, তাতে সমর্থকদের মনে হাসি ফোটানোর জন্য চাই দুরন্ত ফুটবল। আর সেই লক্ষ্যেই দলে নয়া বিদেশি রিক্রুটমেন্টের সম্ভাবনা জোরালো হচ্ছে। উল্লেখ্য, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফর‍ম্যান্স। তারপর চলতি সুপার কাপে (Super Cup 2025) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে লাল হলুদ ব্রিগেড। 

ফলে, বোঝাই যাচ্ছে যে, দলের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই ক্লেইটন সিলভাকে ছেঁটে ফেলেছে ক্লাব। শোনা যাচ্ছে, সল ক্রেসপো, মেসি বাউলি, হেক্টর ইউস্তে ও রিচার্ড সেলিসকেও ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। এমতাবস্থায় নতুন কোন বিদেশি আসতে পারেন লাল হলুদে? তা নিয়েই জল্পনা তুঙ্গে (East Bengal Transfer Update)।

আসলে টিম ম্যানেজমেন্ট এমন কাউকে চাইছে, যিনি দলকে ভরসা দিতে পারেন। আর এই আবহেই, একটি নাম সামনে চলে এসেছে। তিনি হলেন এক লাতিন আমেরিকান ফুটবলার। ৩০ বছর বয়সী সেই ফুটবলারটির নাম হল অস্কার জেভিয়ার মেন্ডেজ (Oscar Javier Mendez)। মূলত, তিনি একজন উরুগুয়ের ফুটবলার। গত মরশুমে খেলেছেন উরুগুয়ে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব Club Atletico Penarol-এর হয়ে।

সূত্রের খবর, এই বিদেশি সেন্টার ব্যাকটির দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের। সবথেকে বড় বিষয়, তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতেও সিদ্ধহস্ত। অর্থাৎ, বিপক্ষের আক্রমণকে রুখে দেওয়ার জন্য তাঁকে দল ডিফেন্সিভ স্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারবে (East Bengal Transfer news)। 

আবার প্রয়োজনে মাঝমাঠ থেকে বল বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন এই ফুটবলারটি (footballer)। বর্তমানে জেভিয়ার মেন্ডেজের মার্কেট ভ্যালু ৪.৮০ কোটি টাকা। প্রসঙ্গত, এর আগে তিনি আর্জেন্টিনার ফুটবল দল Racing Club এবং উরুগুয়ের ফুটবল ক্লাব Danubio FC-র হয়েও মাঠে নেমেছেন। 

আরও পড়ুনঃ East Bengal Transfer Update: মাঝমাঠে ঝড় তুলতে ইস্টবেঙ্গলে সই করছেন নতুন বিদেশি? বিরাট আপডেট

একটি বিষয় পরিষ্কার যে, ক্লাব ফুটবল সংক্রান্ত বিষয়ে তাঁর বিস্তর ধারণা রয়েছে (East Bengal Transfer latest update)।

তাছাড়া ৯৯% সঠিক ডিফেন্সিভ অ্যাকশন নিয়েছেন এই ফুটবলারটি। যা একটা দলের জন্য খুবই ভালো দিক। সেইসঙ্গে, দলের জন্য বিপক্ষের থেকে ৫৯% এরিয়াল বল জিতে নিয়েছেন ৩০ বছর বয়সী অস্কার জেভিয়ার মেন্ডেজ। এমনকি, দলের স্বার্থে গত মরশুমে ২টি গোলও রয়েছে তাঁর নামের পাশে (East Bengal Transfer rumours)।

নিঃসন্দেহে তিনি ইস্টবেঙ্গলে আসলে তা লাল হলুদের জন্য একটি ভীষণ ভালো দিক হতে পারে বলে মত অনেকের। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেই অস্কার জেভিয়ার মেন্ডেজকেই টার্গেট করছে ইস্টবেঙ্গল। অর্থাৎ, কর্তাদের রাডারে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, অস্কার জেভিয়ার মেন্ডেজ হয়ত আসতে পারেন লাল হলুদে (East Bengal Player Transfer)।

তবে আদৌ তিনি ইস্টবেঙ্গল জার্সিতে খেলবেন কিনা, তার উত্তর দেবে সময়।

তবে বিগত কয়েক বছর ধরে লাল হলুদের যা পারফর‍ম্যান্স, তাতে সমর্থকদের মনে হাসি ফোটানোর জন্য চাই একজন দুরন্ত ফুটবলারকে। আর সেই লক্ষ্যেই দলে নয়া বিদেশি রিক্রুটমেন্টের সম্ভাবনা জোরালো হচ্ছে। 

আর তা নিয়ে কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট (Team Management)। সেই আবহেই এবার সামনে চলে এল উরুগুয়ের ৩০ বছর বয়সী সেন্টার ব্যাক অস্কার জেভিয়ার মেন্ডেজের নাম

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?