দলের পারফরম্যান্স এবং টিম কম্বিনেশনএর (team combination) উপর বাড়তি জোর দিতে চাইছেন কর্তারা (east bengal player transfer)। সেই মতোই শুরু হয়ে গেছে পরিকল্পনা।
510
নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে?
এবার সেই আবহেই, আরও এক বিদেশির নাম সামনে চলে এসেছে (east bengal transfer news in bengali)।
610
তিনি হলেন আলবার্তো নগুয়েরা (Alberto Noguera)
গত মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন এই স্প্যানিশ ফুটবলারটি (east bengal new player update)।
710
তার আগে নগুয়েরা, এফসি গোয়ার জার্সিতেও খেলেছেন
ফলে, ভারতীয় ফুটবল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আছে তাঁর। এহেন এক প্রতিভাবান ফুটবলারকেই এবার লাল হলুদ কর্তারা দলে নিতে চাইছেন বলে শোনা যাচ্ছে (east bengal transfer news in bengali)।
810
সূত্রের খবর, এই বিধ্বংসী বিদেশি সই করতে পারেন ইস্টবেঙ্গলে (east bengal)
গত মরশুমে বেঙ্গালুরু জার্সিতে তাঁর পা থেক এসেছে ৫টি গোল এবং ৪টি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট। শুধু তাই নয়, নগুয়েরার সতীর্থদের দিকে বাড়িয়েছেন ৯০৯টি সফল পাস এবং নিজে ৮টি শট পুরো টার্গেটে রেখেছেন।
910
এমনকি, বেঙ্গালুরুর মাঝমাঠে রীতিমতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডারটি
দলের স্বার্থে ৪২টি গোলের সুযোগও তৈরি করেছেন নগুয়েরা। কার্যত, বলা চলে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি। সেইসঙ্গে, ১৩১টি রিকভারি এবং ১৭টি ইন্টারসেপশনও রয়েছে তাঁর ঝুলিতে (east bengal transfer rumours)।
1010
সূত্র মারফৎ জানা যাচ্ছে, আলবার্তো নগুয়েরা আসতে পারেন ইস্টবেঙ্গলে
মাঝমাঠ থেকে বল বাড়ানো এবং আক্রমণ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন আলবার্তো নগুয়েরা। যা দলের জন্য ভীষণ কার্যকরী হয়ে উঠতে পারে। শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট যথেষ্ট আগ্রহী তাঁকে নিয়ে (east bengal new player)। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।