110

শেষের কয়েকটি বছর ইস্টবেঙ্গলের জন্য একদমই ভালো যায়নি
গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স। তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়।
210
তাই আসন্ন মরশুমে সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য চাই অসাধারণ এবং দুরন্ত ফুটবল
কিন্তু সমর্থকদের সেই স্বপ্ন কি সত্যি হবে (east bengal new player signing 2025)?
310
তবে এবার যেন সেইমতোই স্কোয়াড সাজানোর পরিকল্পনা চলছে লাল হলুদের অন্দরে (east bengal)
এমতাবস্থায়, একাধিক নতুন ফুটবলারের দলে আসার সম্ভাবনা রয়েছে (East Bengal Transfer News)।
410
কার্যত, কোমর বেঁধে নেমেছেন কর্তারা (east bengal)।
510
আর সেই আবহেই এবার সামনে চলে এল আরও এক ভারতীয় ফুটবলারের নাম
কে সেই ফুটবলার (east bengal new player update)?
610
তিনি হলেন নিম দোরজি তামাং (Nim Dorjee Tamang)
গত মরশুমে তিনি এফসি গোয়ার হয়ে দুরন্ত ফুটবল উপহার দেন (east bengal transfer rumours)।
710
সূত্রের খবর, সেই নিম দোরজি তামাংকেই আসন্ন মরশুমের জন্য সই (signing) করাতে চাইছে লাল হলুদ ব্রিগেড
২৯ বছর বয়সী এই ডিফেন্ডারটির নামের পাশে রয়েছে ১টি ক্লিনশিট, ৪টি ইন্টারসেপশন, ১টি ব্লকিং, ১৬টি রিকভারি এবং ১৫টি ক্লিয়ারেন্স।
910
অন্যদিকে, এফসি গোয়ার হয়ে গত মরশুমে জিতেছেন সুপার কাপ
মূলত তিনি খেলেন সেন্টার-ব্যাক পজিশনে (east bengal new player)।
1010
সূত্র মারফত জানা যাচ্ছে, সেই নিম দোরজি তামাং আসতে পারেন ইস্টবেঙ্গলে