কিন্তু আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল। আর সেইজন্যই কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট (east bengal player transfer)।
510
আবারও কি গ্যালারিতে শোনা যাবে সেই চিরাচরিত লাল হলুদ গর্জন?
সেই উত্তর দেবে সময়। কিন্তু কোন নতুন ফুটবলারকে দলে নিতে চাইছে তারা (east bengal news transfer)?
610
ফুটবলারটির নাম এডমুন্ড লালরিন্ডিকা (Edmund Lalrindika)
সূত্রের খবর, তাঁর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল (east bengal transfer update)।
710
গত মরশুমে, আই লিগের ক্লাব ইন্টার কাশীর হয়ে অনবদ্য ফুটবল উপহার দিয়েছেন এই তরুণ ফুটবলারটি
বিশেষ করে, তাঁর চোরাগতির দৌড় এবং স্কিল বিপক্ষকে যে কোনও মুহূর্তে বিপদে ফেলতে পারে (east bengal new player update)।
810
এমনকি, জাতীয় দলের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি
শোনা যাচ্ছে, তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল। সবথেকে বড় বিষয়, মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়ে থাকেন এডমুন্ড। তাছাড়া যে কোনও মুহূর্তে বিপক্ষের টপ বক্সে উঠে এসে বিপাকে ফেলে দেন ডিফেন্ডারদের। আই লিগ এবং সুপার কাপেই তাঁর সেই স্কিলের প্রমাণ মিলেছে (edmund lalrindika transfer)।
910
পরিসংখ্যান কী বলছে?
ইন্টার কাশীর হয়ে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডটি মাঠে নেমে ইতিমধ্যেই করে ফেলেছেন ৫টি গোল এবং ৬টি অ্যাসিস্ট। সুতরাং, তিনি যদি লাল হলুড ব্রিগেডে আসেন, তাহলে দলের শক্তি যে অনেকটাই বৃদ্ধি পাবে, সেই কথা বলাই বাহুল্য।
1010
সূত্র মারফত জানা যাচ্ছে, এডমুন্ড সই করতে পারেন ইস্টবেঙ্গলে
ইতিমধ্যেই ইন্টার কাশীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এডমুন্ডকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। তবে লাল হলুদের তরফ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি আসেনি। কিন্তু সম্ভাবনা যেন ক্রমেই জোরালো হচ্ছে। বাকিটা উত্তর দেবে সময় (east bengal transfer update)।