Man City Vs Liverpool: লিভারপুলের সঙ্গে ড্র, ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই থাকল ম্যান সিটি

Published : Nov 25, 2023, 08:49 PM ISTUpdated : Nov 25, 2023, 09:25 PM IST
Man City Vs Liverpool

সংক্ষিপ্ত

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলের লড়াই ক্রমশঃ আকর্ষণীয় হয়ে উঠছে। গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ ড্র করল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। ২৭ মিনিটে প্রথম গোল করে সিটিকে এগিয়ে দেন আর্লিং হ্যালান্ড। ৮০ মিনিটে গোল করে সমতা ফেরান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এই ম্যাচ ড্র করে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থেকে গেল ম্যান সিটি। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আর্সেনাল। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে টটেনহ্যাম হটস্পার। ফলে শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই ম্যাচ সিটি। ফের পয়েন্ট নষ্ট করলেই শীর্ষস্থান হারানোর আশঙ্কা আছে।

ড্র করেও খুশি গুয়ার্দিওলা

ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে ম্যাচের শেষদিকে গোল হজম করে ড্র করতে হলেও খুশি ম্যাঞ্চেস্টার সিটির প্রধান কোচ পেপ গুয়ার্দিওলা। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমাদের দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। ৮ বছর পরেও যে আমরা এভাবে খেলতে পারছি, তাতে আমি সত্যিই গর্বিত। আমরা এই ম্যাচে সব বিভাগেই ভালো পারফরম্যান্স দেখিয়েছি। লিভারপুলের মতো অবিশ্বাস্য পারফরম্যান্স দেখানো দলের সঙ্গে পাল্লা দিতে গেলে সব বিভাগেই ভালো পারফরম্যান্স দেখানো জরুরি ছিল। আমরা সেটা করতে পেরেছি। আমাদের আক্রমণ হয়তো সেভাবে দানা বাঁধছিল না। তবে লিভারপুলের ডিফেন্ডাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের দলের ডিফেন্ডাররাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। লিভারপুলের মতো দল আমাদের বিরুদ্ধে মাত্র ২ বার গোলে শট নিতে পেরেছে। এই পরিসংখ্যানই দেখিয়ে দিচ্ছে আমরা কতটা ভালো খেলেছি।’

ড্র করে হতাশ লিভারপুল

ম্যান সিটির বিরুদ্ধে জয় পেলে শীর্ষে চলে যেত লিভারপুল। সেই সুযোগ নষ্ট হওয়ায় হতাশ প্রধান কোচ জুরগেন ক্লপ। তিনি ম্যাচের পর বলেছেন, ‘আমরা যদি আজ সত্যিই ভালো খেলতে পারতাম, তাহলে জয় পেতাম। কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। আমরা খারাপ খেলিনি। ম্যান সিটিকে সমস্যাতেও ফেলে দিয়েছিলাম। কিন্তু আমাদের খেলা আরও ভালো হতে পারত। তবে আমরা এখন যে জায়গায় আছি তাতে ১ পয়েন্ট পাওয়াকে সাফল্য হিসেবেই ধরতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Fact Check: রামিজ রাজার দাবি অনুযায়ী সত্যিই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডায়েট প্ল্যান ঠিক করে দেয় নাসা?

Lionel Messi: 'ব্রাজিলে ফের নিপীড়নের শিকার আর্জেন্টিনিয়ানরা,' সরব মেসি

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?