EPL 2025: জুবিমেন্ডির জোড়া গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে আর্সেনালের বড় জয়, ম্যাচের ফলাফল ৩-০

Published : Sep 14, 2025, 11:37 AM IST
EPL 2025: জুবিমেন্ডির জোড়া গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে আর্সেনালের বড় জয়, ম্যাচের ফলাফল ৩-০

সংক্ষিপ্ত

EPL 2025: নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। মার্টিন জুবিমেন্ডি জোড়া গোল করে কার্যত, ম্যাচের নায়ক হয়ে উঠেছেন। এছাড়া গোল পেয়েছেন গায়োকেরেস।

EPL 2025: নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে বড় জয় আর্সেনালের। আর সেই ম্যাচের নায়ক বনে গেলেন মার্টিন জুবিমেন্ডি (arsenal vs nottm forest live)। যিনি এমিরেটস স্টেডিয়ামে ৩-০ ব্যবধানে জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিলেন এবং জোড়া গোল করলেন (arsenal vs nottingham forest highlights)।

রিয়াল সোসিয়েদাদ থেকে সামার ট্রান্সফারে আসা দলে আসা এই ফুটবলারটি যে শুধু গোল করেছেন এমনটা নয়। বরং, মিকেল আর্টেটার স্কোয়াডে মিডফিল্ডের মূল স্তম্ভ হয়ে উঠতে পারেন, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। 

 

 

জুবিমেন্ডির দুর্দান্ত পারফরম্যান্স

নতুন ফুটবলারদের জন্য এমিরেটসের দর্শকদের সামনে প্রথম গোল করাটা নিঃসন্দেহে একটা স্পেশ্যাল ব্যাপার। তাও আবার দু-গোল। জুবিমেন্ডির প্রথম গোলটি এসেছিল ৩২ মিনিটে। অনবদ্য ভলিতে গোল করেন তিনি। যা ডিফেন্ডার মুরিলোর গাঁ ছুঁয়ে জালে ঢুকে যায়।

এরপর লিয়ান্দ্রো ট্রসার্ডের ক্রস থেকে আরেকটি নিখুঁত হেড দেন এবং সেই গোলের সুবাদেই আর্সেনাল আরও এগিয়ে যায়। এই মুহূর্তে চার ম্যাচ খেলে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে তারা এবং লিগ টেবিলের শীর্ষে রয়েছে।

 

 

গায়োকেরেস ধারা অব্যাহত রেখেছেন

হাফ টাইমের ঠিক কয়েক সেকেন্ড পর, আর্সেনালের দ্বিতীয় গোলটি এসেছিল। এক্ষেত্রে স্কোরারের নাম ভিক্টর গায়োকেরেস। এই গোলটিই প্রমাণ করে দেয় যে, কেন আর্টেটা স্পোর্টিং লিসবন থেকে সুইডিশ ফরোয়ার্ডকে দ্রুত দলে নিয়ে এসেছিলেন।

 

 

ওডেগার্ডের চোট

আর্সেনালের জন্য একমাত্র উদ্বেগের বিষয় হল, অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চোট। ইতিমধ্যেই বুকায়ো সাকা, কাই হাভার্টজ, গ্যাব্রিয়েল জেসুস এবং উইলিয়াম সালিবাকে হারানোর পর, আর্টেটা এবার এই বিষয়টি নিয়ে কিছুটা চিন্তায়।

তবে লিভারপুলের বিরুদ্ধে হতাশাজনক পরাজয়ের পর, এই জয় নিঃসন্দেহে আর্সেনালের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?