Super Cup 2025: রাজি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান! মোট ১২টি দল খেলবে সুপার কাপ? চ্যাম্পিয়নরা সুযোগ পাবে এসিএলে

Published : Sep 13, 2025, 11:08 PM ISTUpdated : Sep 13, 2025, 11:45 PM IST
Super Cup 2025

সংক্ষিপ্ত

Super Cup 2025: অক্টোবর মাস থেকেই শুরু সুপার কাপের আসর। আইএসএল-এর ক্লাবগুলি ছাড়াও আই লিগের তিনটি ক্লাব আসন্ন সুপার কাপে খেলবে।

Super Cup 2025: সুপার কাপ শুরু হচ্ছে জমজমাটভাবেই। কারণ, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সহ মোট ১২টি ক্লাব সুপার কাপ খেলতে রাজি বলে জানিয়ে দিয়েছে (super cup 2025)। তবে আইএসএল-এর একটি ক্লাব শুধু রাজি নয় (super cup 2025 schedule)। 

এবার শুরুতেই সুপার কাপের আসর

প্রসঙ্গত, অক্টোবর মাস থেকেই শুরু সুপার কাপের আসর। আইএসএল-এর ক্লাবগুলি ছাড়াও আই লিগের তিনটি ক্লাব আসন্ন সুপার কাপে খেলবে। এতদিন অবধি মরশুমের শেষে সুপার কাপ আয়োজিত হত। তবে এবার বিষয়টা আলাদা। 

আইএসএল শুরু হবে ডিসেম্বর মাসে। তাই সুপার কাপের আসর এবার আগে বসবে। সেইজন্য প্রত্যেক ক্লাবকে পর্যাপ্ত সংখ্যক ম্যাচ দেওয়ার লক্ষ্যে রয়েছে ফেডারেশন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক প্রতিনিধি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "একমাত্র ওড়িশা এফসি ছাড়া আইএসএল-এর ১২টি ক্লাবই সুপার কাপে খেলতে রাজি হয়ে গেছে। আমরা আগামী দু-দিনের মধ্যেই আবার যোগাযোগ করব ওড়িশার সঙ্গে। তারপরেই সুপার প্রতিযোগিতা নিয়ে গোটা বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।” 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ?

তবে যদি আইএসএল-এর আর কোনও দল হটাৎ নাম তুলে নেয়, তাহলে আই লিগের অন্যান্য দলকে সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে, গত দুবারই সুপার কাপের চ্যাম্পিয়ন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পেয়েছে। এবারেও তাই হবে।  তবে চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলতে হলে প্রিমিয়ার লিগ-১ লাইসেন্স থাকতে হবে সেই ক্লাবের।

আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। সেই টুর্নামেন্ট চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে এবারের সুপার কাপ ঠিক কোথায় আয়োজিত হবে, তা কিন্তু এখনও জানা যায়নি। তবে টুর্নামেন্টটি মোট ১৬টি দলকে নিয়ে আয়োজিত হবে। প্রত্যেকটি দলকে চারটি জোনে ভাগ করে হবে। এরপর সবকটি জোন মিলিয়ে, শীর্ষ চারটি দলকে নিয়ে হবে সেমিফাইনাল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?