Manchester United: ইউরোপা লিগ ফাইনালে হেরে ব্যর্থতার মরসুম শেষ, কবে ঘুরে দাঁড়াবে ম্যান ইউ?

Published : May 22, 2025, 04:38 PM ISTUpdated : May 22, 2025, 04:40 PM IST
Manchester United: ইউরোপা লিগ ফাইনালে হেরে ব্যর্থতার মরসুম শেষ, কবে ঘুরে দাঁড়াবে ম্যান ইউ?

সংক্ষিপ্ত

Manchester United vs Tottenham Hotspur: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ব্যর্থতার পালা অব্যাহত। বহু ব্যবহারে ক্লিশে হয়ে গেলেও, সেই কথাই বলে যেতে হচ্ছে। ইউরোপা লিগ ফাইনালে (Europa League Final) টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে গেল ম্যান ইউ।

Europa League final loss for Manchester United: এক মরসুমে ২০ ম্যাচে হার! পাঁচ দশকের পুরনো লজ্জার নজির ফিরিয়ে আনল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ১৯৭৩-৭৪ মরসুমে ২০ ম্যাচ হেরে অবনমনের লজ্জার মুখে পড়েছিল ম্যান ইউ। এবার ২০২৪-২৫ মরসুমেও ২০ ম্যাচে হেরে গেল 'রেড ডেভিলস।' এবার অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) অবনমনের লজ্জা এড়াতে পেরেছে ম্যান ইউ। তারা ২০ দলের লিগে ১৬ নম্বরে আছে। কিন্তু এই লিগে ১৭ নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) কাছে ইউরোপা লিগ ফাইনালে (Europa League final) হেরে গেল ম্যান ইউ। ১-০ জয় পেল টটেনহ্যাম। ম্যান ইউ সমর্থকরা আশায় ছিলেন, দীর্ঘদিন পর বড় কোনও সাফল্য আসবে। এই সাফল্য এলে সারা মরসুমে ব্যর্থতায় প্রলেপ পড়ত। কিন্তু মরসুমের শেষে ব্যর্থতার ক্ষত বেড়ে গেল।

গর্বের ২১ মে-তেই লজ্জা

২০০৮ সালের ২১ মে মস্কোয় (Moscow) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) ফাইনালে চেলসিকে (Chelsea) টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বার ইউরোপের সেরা লিগ চ্যাম্পিয়ন হয় ম্যান ইউ। সেই সময় ম্যানেজার ছিলেন কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসন (Sir Alex Ferguson)। তিনি ২০১৩ সালে অবসর নেওয়ার পর থেকেই ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) সাফল্য নেই বললেই চলে। এবার ২১ মে ইউরোপা লিগ ফাইনালে হেরে গেল ম্যান ইউ। এই ২১ মে ভুলে যেতে চাইবেন ম্যান ইউ সমর্থকরা। টটেেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে দেখা গেল, ম্যান ইউয়ের আক্রমণে ভেদশক্তি নেই। তারা ১৬ বার শট মারে। তার মধ্যে ৬ বার শট তিনকাঠির মধ্যে ছিল। কিন্তু তাতেও গোল হল না। অন্যদিকে, টটেনহ্যাম মাত্র একবার গোলে শট নেয়। তাতেই গোল এবং জয় এল।

কবে ঘুরে দাঁড়াবে ম্যান ইউ?

বিশ্বজুড়ে ম্যান ইউয়ের ব্যর্থতা নিয়ে আলোচনা চলছে। কিন্তু বছরের পর বছর ধরে ব্যর্থতার পালা চলছে। ফুটবলার বাছাইয়ে ভুল, কোচের ভুল, ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত, সবই ম্যান ইউয়ের বিপক্ষে যাচ্ছে। নতুন মরসুমেও যে ওল্ড ট্র্যাফোর্ডে সাফল্য আসবে, সেই নিশ্চয়তা নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?