Indian Football Team: আগামী ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। আর তারপরই আগামী ১০ জুন, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। সেই ম্যাচে ব্লু-টাইগার্সদের প্রতিপক্ষ হংকং (indian football team practice kolkata)।
ইতিমধ্যেই হেড কোচ মানোলো মারকুয়েজের তক্তাবধানে কলকাতার বুকে শুরু হয়ে গেছে প্রস্তুতি শিবির। মঙ্গলবার, রাজারহাট-নিউটাউনের AIFF এক্সেলেন্স সেন্টারে অনুশীলনের পর শুভাশিস (Subhasish Bose) বললেন, গোটা দল এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে, নিজেদের সেরাটা উজাড় করে দিতে (indian football team news)।
নাহলে কাজটা আরও কঠিন হয়ে যাবে তাদের জন্য। আর সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই দলের রক্ষণভাগের বাড়তি দায়িত্ব থাকবে এই বঙ্গ তনয়ের উপরেই। শুভাশিস জানিয়েছেন, "আমার কাছে প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আসলে দেশের হয়ে খেলাটাই অনেক সৌভাগ্যের ব্যাপার। অবশ্যই নিজের সেরাটা দিতেই মাঠে নামব।”
তিনি আরও যোগ করেন, “আমার ক্লাব মরশুম বেশ ভালো গেছে। আর সেইজন্য আমার নিজেরও আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে। সেটাই দেশের হয়ে বাড়তি ভালো খেলতে উদ্বুদ্ধ করবে আমাকে। তবে সেগুলো সব এখন অতীত। আপাতত আমদের সামনে তথা দেশের সামনে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে নিজের সেরাটাই উজাড় করে দিতে চাই।”
শুভাশিস পরিষ্কার জানিয়েছেন, "আমার মনে হয়, সব ম্যাচ সবসময় সমান যায় না। তবে একসঙ্গে টিম হিসেবে খেলতে পারলে, ক্লিনশিটএবং গোল দুটিই আসবে। আমাদের দলে প্রতিভাবান স্ট্রাইকার এবং মিডফিল্ডার, সবকিছুই রয়েছে। আমাদের আশা যে, তারা ঠিকই গোল করবে। তাছাড়া সুনীল ভাই তো আছেই। আমার বিশ্বাস, পরের দুটি ম্যাচে অবশ্যই গোল আসবে এবং আমরা ক্লিনশিটও বজায় রাখতে পারব।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।