FCG vs MBSG Super Cup Semifinal: মোহনবাগানের স্বপ্নভঙ্গ! এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে হেরে বিদায় সবুজ মেরুনের

Published : Apr 30, 2025, 06:22 PM ISTUpdated : Apr 30, 2025, 06:33 PM IST
Super Cup 2025

সংক্ষিপ্ত

FCG vs MBSG Super Cup Semifinal: সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের। এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয় (FC Goa vs Mohun Bagan)। 

FCG vs MBSG Super Cup Semifinal: খেলার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়ে (Super Cup 2025)। একদিকে ব্রাইসন ফার্নান্দেজ এবং বরিস সিংরা যেইরকম গোয়ার হয়ে আক্রমণ তুলে আনতে থাকেন, ঠিক সেইরকমই মোহনবাগানের হয়ে পাল্টা অ্যাটাকে উঠতে থাকেন সালাহউদ্দিন এবং আমনদীপরা। সুপার কাপের প্রথম সেমিফাইনাল যেন এদিন ছিল পুরোটাই উত্তেজনাময় (Super Cup 2025 news)। 

আর তা আরও বেড়ে গেল কিছুক্ষণের মধ্যেই। ম্যাচের ১৯ মিনিটে, কর্নার পায় এফসি গোয়া। সেই কর্নার থেকে আসা বলে, বোরহার ঠিকানা লেখা ক্রস পৌঁছে যায় ফরোয়ার্ড ব্রাইসনের কাছে, আর আলতো ছোঁয়ায় সেই বলকে জালে জড়িয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে খেলার ২০ মিনিটেই, এফসি গোয়া এগিয়ে যায় ১-০ ব্যবধানে (Super Cup Live Score)। 

কিন্তু মোহনবাগানের এই দলটি যেন লড়াই করার জন্যই বুধবার মাঠে নেমেছিল। ফুটবলের পরিভাষায় যাকে বলে একেবারে কুইক রিপ্লাই। আর বাস্তবেও ঠিক তাই হল। খেলার ২৪ মিনিটে, এফসি গোয়ার ডিফেন্ডারকে কাটিয়ে গতি বাড়িয়ে বাঁদিক দিয়ে উঠতে থাকেন আশিক কুরনিয়ান। এরপর তিনি মাইনাস বাড়ান সতীর্থ সুহেইল ভাটের দিকে। আর সেই বল পেয়ে জালে ঠেলতে একটুও ভুল করেননি সুহেইল (Super Cup Highlights)।

আর সেই সুবাদেই ম্যাচে ফেরত আসে মোহনবাগান। খেলার ফলাফল তখন ১-১। তবে এদিন সবুজ মেরুন ব্রিগেডের অভিষেক সূর্যবংশী, সাহাল আবদুল সামাদ, অধিনায়ক দীপক টাংরি এবং দীপেন্দু বিশ্বাসের প্রশংসা করতেই হয়। মাঝমাঠ থেকে বল বাড়ানো এবং ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে বিপক্ষের আক্রমণ আটকানোর ক্ষেত্রে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন (mohun bagan vs fc goa live score)। 

অপরদিকে, এফসি গোয়ার ইকার গুয়ারোক্সেনা ভালেজো এবং জয় গুপ্তার একাধিক আক্রমণ রুখে দেন মোহনবাগান রক্ষণভাগের ফুটবলাররা (FC Goa vs Mohun Bagan) Highlights)। অন্যদিকে, ম্যাচের ৪০ মিনিটে, সাহালের ফ্রি-কিক একটুর জন্য বারপোস্টের কান ঘেঁষে চলে না গেলে, মোহনবাগান তখনই এগিয়ে যেতে পারত। শেষপর্যন্ত, আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই (mohun bagan vs fc goa live match)। 

কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে এফসি গোয়া। কার্যত, মাঝমাঠ থেকে দুরন্ত সব বল বাড়াতে থাকেন কার্ল ম্যাঘাউ গুয়ারোক্সেনারা। রীতিমতো, ম্যাচের দখল নিতে শুরু করে মানোলো মারকুয়েজের ছেলেরা। আর ঠিক সেই সময়েই ভুলটা করে বসেন মোহনবাগান গোলকিপার ধীরজ সিং (mohun bagan vs fc goa super cup)। 

পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন এবং সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। আর সেই পেনাল্টি থেকেই গোল করে খেলার ৫১ মিনিটে, গোয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইকার গুয়ারোক্সেনা ভালেজো. কিন্তু সেখানেই শেষ নয়। ম্যাচের ৫৮ মিনিটে, কর্নার নেন বোরহা হেরেরা গঞ্জালেজ ((FC Goa vs Mohun Bagan head to head)। কিন্তু ফ্লাইট মিস করেন ধীরজ। আর সেই বল বাঁক খেয়ে সেকেন্ড পোষ্টে লেগে সোজা জালে জড়িয়ে যায় এবং এফসি গোয়া ম্যাচে লিড নেয় ৩-১ ব্যবধানে। কার্যত, বিশ্বমানের গোল বলা চলে। 

তবে ম্যাচের ৬১ মিনিটে, সহজ সুযোগ চলে আসে মোহনবাগানের সামনেও। কার্যত, গোলকিপারকে কাটিয়ে গোল করার কাছাকাছি জায়গায় পৌঁছে যান সালাহউদ্দিন। কিন্তু দুজন ডিফেন্ডারের পায়ের জটলায় তাঁর শট আটকে যায়। এরপর খেলার ৮৩ মিনিটে, সুহেইলের গোল অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি। 

ম্যাচের ৮৪ মিনিটে, বোরহাকে তুলে নেন এফসি গোয়া কোচ। বদলে মাঠে আসেন টাভোরা। শেষপর্যন্ত, ম্যাচে আর কোনও গোল হয়নি। মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে চলে গেল এফসি গোয়া। 

তবে জুনিয়র ছেলেদের এবং কয়েকজন সিনিয়র ফুটবলারকে নিয়ে মোহনবাগান কোচ বাস্তব রায় যে লড়াইটা করলেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এদিন ম্যাচের সেরা বোরহা হেরেরা গঞ্জালেজ। গোটা ম্যাচে তিনি প্রচুর ওয়ার্কলোড নেন। মাঝমাঠ থেকে খেলা তৈরির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি নিজেও গোল করেছেন এবং দলকে গোল করিয়েছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?