FIFA club World Cup 2025: ক্লাব বিশ্বকাপে অঘটন! ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে দিল আল হিলাল

Published : Jul 01, 2025, 08:00 PM ISTUpdated : Jul 01, 2025, 08:24 PM IST
FIFA Club World Cup 2025

সংক্ষিপ্ত

FIFA club World Cup 2025:ফিফা ক্লাব বিশ্বকাপে বড় অঘটন! ম্যান সিটিকে রুখে দিল এশিয়ার ফুটবল ক্লাব আল হিলাল। 

FIFA club World Cup 2025: নক-আউট পর্বে এসে জমে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। সোমবার রাতে কার্যত, জোড়া অঘটনের সাক্ষী থাকল ক্লাব বিশ্বকাপ। প্রতিযোগিতা থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (al hilal vs man city)। 

সৌদি আরবের ক্লাব আল হিলালের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে পর, পরাজিত হল পেপ গুয়ার্দিওলার দল। অন্যদিকে, ব্রাজিলের ক্লাব ফ্লুমিনিজের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইন্টার মিলান।

তবে এই কথা ঠিক যে, গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি ধারে এবং ভারে অনেকটাই এগিয়ে থেকেই প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল। এমনকি, ম্যাচের প্রথম গোলটিও আসে সেই দলের তারকা ফুটবলার বার্নার্ডো সিলভার পা থেকেই। মাত্র ৯ মিনিটের মাথায়, তিনি এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটিকে। 

 

 

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই আল হিলালের হয়ে সমতা ফেরান মার্কোস লিওনার্দো। খেলার ৪৬ মিনিটে, গোল করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে, ম্যালকমের গোলে খেলায় এগিয়ে যায় আল হিলাল। কিন্তু তার তিন মিনিটের মধ্যেই সিটির হয়ে সমতা ফিরিয়ে আনেন আর্লিং হালান্ড। 

তারপর নির্ধারিত সময়ে আর কোনও গোল করতে পারেনি দুই দল। ফলে, ম্যাচ অতিরিক্ত সময়ে। সেখানেও রুদ্ধশ্বাস লড়াই দেখা যায় ম্যান সিটি এবং আল হিলালের মধ্যে। খেলার ৯৪ মিনিটে, গোল করে আল হিলালকে এগিয়ে দেন ডিফেন্ডার কুলিবেলি। তবে মাঠে নামার মাত্র চার মিনিটের মাথায় গোল করে সিটির জয়ের আশা বাঁচিয়ে রাখার চেষ্টা করেন ফিল ফোডেন। 

কিন্তু ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়ে ১১২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন লিওনার্দো। আর সেই গোলের সুবাদেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। শেষপর্যন্ত, ৪-৩ গোলে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নেয় ম্যাঞ্চেস্টার সিটি। 

অপরদিকে, ফ্লুমিনিজের বিরুদ্ধে পরাজিত হয়েছে ইন্টার মিলান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?