Mohun Bagan CFL 2025: প্রথম ম্যাচেই হার সবুজ মেরুনের, পুলিশ এসি-র বিরুদ্ধে পরাজয় মোহনবাগানের

Published : Jun 30, 2025, 07:21 PM ISTUpdated : Jun 30, 2025, 07:45 PM IST
Mohun Bagan CFL 2025

সংক্ষিপ্ত

Mohun Bagan CFL 2025: লিগের শুরুটা খুব একটা ভালো হল না মোহনবাগানের। প্রথম ম্যাচেই হার। ম্যাচে মাত্র একটিই গোল হল। 

Mohun Bagan CFL 2025: কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে গতবার উঠতে পারেনি মোহনবাগান। এবারও লিগের শুরুটা খুব একটা ভালো হল না মোহনবাগানের। প্রথম ম্যাচেই হার। 

যদিও এবার ঘরোয়া লিগে ভালো খেলার লক্ষ্য নিয়েই সোমবারম পুলিশ এসি-র বিরুদ্ধে মাঠে নামে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু শেষপর্যন্ত, আটকে গেল তারা। প্রসঙ্গত, পুলিশ এসি-র বিরুদ্ধেই গত মরশুমে ৩-২ গোলে পরাজিত হয়েছিল ডেগি কার্ডোজোর দল। তাই এই ম্যাচটি আদতে বাগানের কাছে ছিল প্রতিশোধ নেওয়ার ম্যাচ। 

যদিও সেই সুযোগ হাতছাড়া করেছে তারা! ১-০ গোলে হেরে কলকাতা লিগ অভিযান শুরু করল মোহনবাগান। যদিও এদিন শুরুটা খুব একটা খারাপ করেনি মোহনবাগান। ম্যাচে ২ মিনিটের মধ্যেই, সালাউদ্দিনের ক্রস রুখে দেন পুলিশ এসি-র গোলরক্ষক সুরজ আলি। এরপর খেলার ৭ মিনিটে, সেই সালাউদ্দিনের ফ্রিকিক ফের একবার আটকে দেন সুরজ। 

তবে খেলা ধরার চেষ্টা শুরু করে দেয় পুলিশ

নিজেদের মধ্যে ছোট ছোট খেলে পাস খেলে সবুজ মেরুন বক্সে উঠে আসার চেষ্টা করে পুলিশ। অন্যদিকে, ম্যাচের ১৮ মিনিটে দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয় পুলিশের। তবে খেলার ২০ মিনিটে, ফের একবার ফ্রিকিক আদায় করে নেয় সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয় সুজগেও আবার সেভ করেন পুলিশ গোলকিপার। খেলার ২৪ মিনিটে, সালাউদ্দিনের বাঁ-পায়ের দূরপাল্লার শট মিস হয়। তবে খেলার ২৯ মিনিটে, বিপদ বাড়তে পারত সবুজ-মেরুন ব্রিগেডের। 

যদিও এক্ষেত্রে যথেষ্ট সজাগ ছিল পুলিশ ডিফেন্স। ম্যাচের ৩০ মিনিটে, পুলিশের দূরপাল্লার শটে কোনও গোল হয়নি। খেলার ৩৮ মিনিটে, আবার সুযোগ আসে মোহনবাগানের সামনে। যদিও সেটাও মিস হয়। কিন্তু এরপর খেলার গতির বিরুদ্ধে গিয়ে ৪৬ মিনিটে ফ্রিকিক আদায় করে নেয় পুলিশ এসি। মোহনবাগানের জালে বল জড়িয়ে দেন পুলিশের মহম্মদ আমিল নঈম। 

শেষপর্যন্ত, ১-০ ফলাফল নিয়ে শেষ হয় প্রথমার্ধ 

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে, একেবারে ফাঁকা গোলে বল ঠেলতে মিস করেন পাসাং দর্জি তামাং। ম্যাচের ৫৬ মিনিটে, ফের আক্রমণ শুরু করে পুলিশ। তবে গোল করতে ব্যর্থ হন ফয়জল। এরমধ্যেই খেলার ৭১ মিনিটে, দলের নিশ্চিত পতন রোধ করেন মোহনবাগান গোলরক্ষক। তবে তারপরেও বেশ কয়েকবার পুলিশের রক্ষণভাগে আক্রমণ চালালেও কোনওভাবেই সমতায় ফিরতে পারেনি মোহনবাগান। 

তবে এই ম্যাচ দেখে একটা বিষয় বোঝা গেল, মোহনবাগান ফুটবলারদের মধ্যে এখনও সেইভাবে কোনও বোঝাপড়াই গড়ে ওঠেনি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?