Club World Cup Final: রবিবার রাতে ক্লাব বিশ্বকাপ ফাইনাল, কীভাবে দেখবেন পিএসজি-চেলসি লড়াই?

Published : Jul 13, 2025, 07:27 AM ISTUpdated : Jul 13, 2025, 07:42 AM IST
PSG

সংক্ষিপ্ত

Chelsea Vs PSG: রবিবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে (FIFA Club World Cup 2025 Final) লন্ডন (London) ও প্যারিসের (Paris) সম্মান রক্ষার লড়াই। মুখোমুখি পিএসজি ও চেলসি।

FIFA Club World Cup 2025 Final: ইউরোপের সেরা ক্লাব হয়েছে। এবার কি সরকারিভাবে বিশ্বের সেরা ক্লাবের স্বীকৃতি পাবে পিএসজি? (PSG) উত্তর পেতে হলে আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। রবিবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসির (Chelsea) মুখোমুখি হচ্ছে পিএসজি। সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) ৪-০ উড়িয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে পিএসজি। অন্য সেমি-ফাইনালে ব্রাজিলের (Brazil) ক্লাব ফ্লুমিনেন্সকে (Fluminense) ২-০ হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। ফাইনালে ফেভারিট হিসেবেই খেলতে নামছে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জেতার পর ক্লাব বিশ্বকাপেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে লুইস এনরিকের (Luis Enrique) দল। হঠাৎ পারফরম্যান্সের গ্রাফ পড়ে না গেলে বা আত্মতুষ্টি গ্রাস না করলে পিএসজি-রই ক্লাব বিশ্বকাপ জেতা উচিত। তবে চেলসিও যোগ্য দল হিসেবেই ফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে ফাইনালে সেয়ানে সেয়ানে টক্কর দেখা যেতে পারে।

কখন, কীভাবে দেখা যাবে ম্যাচ?

রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে বারোটায় শুরু হবে পিএসজি-চেলসি ম্যাচ। এই ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নিউ জার্সির (New Jersey) মেটলাইফ স্টেডিয়ামে (Metlife Stadium)। ভারতে আন্তর্জাতিক ফুটবল নিয়ে কোটি কোটি মানুষের আগ্রহ থাকলেও, এদেশে কোনও টেলিভিশন চ্যানেলে ক্লাব বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হচ্ছে না। অগত্যা ভরসা সেই মোবাইল অ্যাপ, ওয়েবসাইট। DAZN অ্যাপ, ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। সেখানেই চোখ রাখতে হবে ফুটবলপ্রেমীদের।

প্রথমবারেই চ্যাম্পিয়ন হবে পিএসজি?

প্রথমবার ক্লাব বিশ্বকাপে খেলছে পিএসজি। প্রথমবারেই ফাইনালে পৌঁছে গিয়েছে প্যারিসের এই ক্লাব। এবার চ্যাম্পিয়ন হওয়াই ইউরোপের সেরা ক্লাবের লক্ষ্য। অন্যদিকে, দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপ জেতার লক্ষ্যে খেলতে নামছে চেলসি। ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লন্ডনের এই ক্লাব। ২০১২ সালে প্রথমবার ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে জিততে পারেনি চেলসি। ফলে রবিবার রাতে অত্যন্ত আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?