FIFA Club World Cup: গোল পেলেন না মেসি, মিশরের ক্লাবের কাছে আটকে গেল ইন্টার মায়ামি

Published : Jun 15, 2025, 11:49 AM ISTUpdated : Jun 15, 2025, 12:01 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

FIFA Club World Cup 2025: এবারের ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি (Lionel Messi)। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মেসিকে দেখার জন্যই ভিড় জমিয়েছিলেন দর্শকরা। ভালো পারফরম্যান্স দেখালেও, গোল পেলেন না মেসি।

Inter Miami vs Al-Ahly: ২০২২ সালে বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে সৌদি আরবের (Saudi Arabia) কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা (Argentina)। এবার ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) প্রথম ম্যাচে মিশরের (Egypt) ক্লাব আল-আহলির (Al-Ahly) কাছে আটকে গেল লিওনেল মেসির (Lionel Messi) ক্লাব ইন্টার মায়ামি (Inter Miami)। মেসি ভালো পারফরম্যান্স দেখালেও, গোল পেলেন না। ফলে তাঁর দলও জয় পেল না। গোলশূন্যভাবে শেষ হল ম্যাচ। সৌদি আরবের কাছে হারের পরেও আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন মেসি। এবার কি ইন্টার মায়ামিকে প্রথমবার ক্লাব বিশ্বকাপ জেতাতে পারবেন? সেই আশাই দেখছেন সারা বিশ্বের অনুরাগীরা। কয়েকদিন আগেই উয়েফা নেশনস লিগ (UEFA Nations League 2025) জিতেছেন পর্তুগালের (Portugal) কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার মেসির হাতে কাপ দেখতে চাইছেন তাঁর অনুরাগীরা।

মেসির জন্যই স্টেডিয়ামে ভিড়

মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও ফুটবলের জনপ্রিয়তা খুব বেশি নয়। ফলে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে কতটা ভিড় হবে, সে বিষয়ে কিছুটা সংশয়ে ছিল ফিফা। এবারই প্রথম ৩২ দলকে নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট। ফলে ক্লাব বিশ্বকাপের আকর্ষণ কতটা থাকবে, সে বিষয়ে চিন্তা রয়েছে। তবে অন্তত প্রথম ম্যাচে হতাশ করেননি দর্শকরা। হার্ড রক স্টেডিয়ামে (Hard Rock Stadium) একসঙ্গে বসে খেলা দেখতে পারেন ৬৫,০০০ দর্শক। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে গ্যালারিতে ছিলেন ৬০,৯২৭ জন দর্শক। ফলে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ভালোভাবেই হল। ম্যাচের সেরা মুহূর্ত এল শেষদিকে। গোলের কাছাকাছি পৌঁছে যান মেসি। কিন্তু ক্রসবারে বাধা পেতে হল ইন্টার মায়ামির কিংবদন্তিকে। ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক বারে লেগে বেরিয়ে যায়। গোল না পেলেও, দর্শকদের মাতিয়ে দিলেন মেসি

বৃহস্পতিবার পরের ম্যাচ মেসিদের

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে এফসি পোর্তোর (FC Porto) মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি। এই ম্যাচ হবে আটলান্টায় (Atlanta)। অন্যদিকে, নিউ ইয়র্কে (New York) ব্রাজিলের (Brazil) ক্লাব পালমেইরাসের (Palmeiras) মুখোমুখি হবে আল-আহলি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?