East Bengal FC: কয়েকটি ম্যাচের পরেই মোহভঙ্গ, ৩ বিদেশিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল

Published : Jun 12, 2025, 08:58 PM ISTUpdated : Jun 12, 2025, 09:15 PM IST
Messi B

সংক্ষিপ্ত

East Bengal FC News: গত মরসুমে কোনও টুর্নামেন্টেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। নতুন মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড। এই কারণে গত মরসুমে দলে থাকা একাধিক বিদেশি ফুটবলারকে ছেড়ে দেওয়া হল।

East Bengal Team: নতুন মরসুম শুরু হওয়ার আগে তিন বিদেশি ফুটবলার হেক্টর ইয়ুস্তে (Hector Yuste), রিচার্ড সেলিস (Richard Celis) ও রাফায়েল মেসি বৌলিকে (Raphael Messi Bouli) ছেড়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই তিন ফুটবলারকে ধন্যবাদ জানিয়ে তাঁদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। ইয়ুস্তে সেন্ট্রাল ডিফেন্ডার এবং সেলিস ও মেসি আক্রমণভাগের খেলোয়াড়। তাঁদের পরিবর্তে কাদের নেওয়া হবে, সে বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে ময়দানে অনেক নাম নিয়ে জল্পনা চলছে। প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón) নতুন বিদেশি ফুটবলারদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বিদেশি ফুটবলার বেছে নিলে দল শক্তিশালী হবে বলে আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা।

মেসিকে নিয়ে কেন মোহভঙ্গ ইস্টবেঙ্গলের?

গত মরসুমের শেষদিকে ইস্টবেঙ্গলে যোগ দেন ক্যামেরুনের জাতীয় দলের হয়ে খেলা স্ট্রাইকার মেসি। তিনি অল্প কয়েকটি ম্যাচ খেলেই সদস্য-সমর্থকদের মন জয় করে নেন। একাধিক গোলও করেন এই স্ট্রাইকার। তিনি সতীর্থদের গোল করতে সাহায্যও করেন। অনেকেই আশা করেছিলেন, নতুন মরসুমে ফের মেসিকে সুযোগ দেবে ইস্টবেঙ্গল। কিন্তু অস্কারের হয়তো এই স্ট্রাইকারকে পছন্দ হয়নি। সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হল।

ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ সেলিস

ভেনেজুয়েলার জাতীয় দলের হয়ে খেলা ফরোয়ার্ড সেলিসও গত মরসুমের শেষদিকে ইস্টবেঙ্গলে যোগ দেন। তাঁকে নিয়ে লাল-হলুদ শিবিরের অনেক আশা ছিল। কিন্তু পায়ের কাজ দেখালেও, দলকে বিশেষ সাহায্য করতে পারেননি সেলিস। তাঁর কাছ থেকে যে পারফরম্যান্স আশা করা হয়েছিল, তা দেখা যায়নি। এই কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হল।

 

 

দলকে ভরসা দিতে ব্যর্থ ইয়ুস্তে

গত মরসুমের শুরুতে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) থেকে স্প্যানিশ স্ট্রাইকার ইয়ুস্তেকে দলে নেয় ইস্টবেঙ্গল। এই ডিফেন্ডার ১৮টি ম্যাচ খেলেন। কিন্তু তিনি দলের রক্ষণে নির্ভরতা দিতে পারেননি। এই কারণেই তাঁকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?