এখনও পর্যন্ত ২ বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, ফ্রান্সও ২ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে । কিলিয়ান এমবাপেদের সামনে পরপর ২ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আর্জেন্টিনা ।
রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সঙ্গে কিলিয়ান এমবাপের লড়াই। এখনও পর্যন্ত ২ দলই ২ বার করে বিশ্বকাপ জিতেছে। ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্সের সামনে পরপর ২ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এখনও পর্যন্ত ফ্রান্স ও আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হয়েছে ১২ বার। তার মধ্যে ৬ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স এবং ৩ ম্যাচ ড্র হয়েছে। ফলে অতীত রেকর্ড আর্জেন্টিনার ফুটবলারদের মনোবল বাড়াতে পারে। তবে এই ২ দলের লড়াই বরাবরই হাড্ডাহাড্ডি হয়। সবচেয়ে বড় ব্যবধানে জয় ২-০ গোলে। আর্জেন্টিনাও ২-০ গোলে জিতেছে আবার ফ্রান্সও জিতেছে। ফলে রবিবারও বিশ্বকাপ ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচ হতে পারে। এবারের বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলছেন মেসি, এমবাপেরা। প্যারিস সাঁ জা-য় একসঙ্গ খেলেন মেসি ও এমবাপে। তবে বিশ্বকাপ ফাইনালে তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এই ২ স্ট্রাইকারই এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ গোল করেছেন। গোল্ডেন বুটের লড়াইয়ে তাঁরা আছেন। ফলে ফাইনালে ব্যক্তিগত লড়াইও দেখা যাবে। তবে মেসি ও এমবাপে ব্যক্তিগত নজিরের চেয়ে দলকে জেতানোর জন্যই বেশি চেষ্টা করবেন।